<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মায়ানমারে সেনাবাহিনীর কাছ থেকে ৩০ বছর পর নিজেদের সদর দপ্তর পুনর্দখলে নেওয়ার দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ)। গতকাল মঙ্গলবার কেএনইউয়ের নেতা সাও থামাইন তুন বার্তা সংস্থা এএফপিকে জানান, কয়েক দিনের লড়াইয়ের পর থাইল্যান্ডের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত তাদের সদর দপ্তর ফের দখলে নেওয়া হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, মায়ানমারের জান্তা সেনারা এখনো এটি ফের দখলে নেওয়ার চেষ্টা করছে। তারা ড্রোন হামলা চালাচ্ছে। কেএনইউ যোদ্ধাদের ওপর বোমা হামলারও চেষ্টা করছে। তবে কেএনইউ যোদ্ধারা এরই মধ্যে ঘাঁটি দখল করে নিয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ কেএনইউয়ের মধ্যে বিভক্তি দেখা দিলে ১৯৯৫ সালে জান্তা ও বিচ্ছিন্নতাবাদী বৌদ্ধদের একটি দল ওই ঘাঁটি দখল করে নেয়। ঘাঁটি দখলের ফলে হাজার হাজার মানুষ থাইল্যান্ডে পালিয়ে যেতে বাধ্য হয়। মানেরপ্লা নামের ওই ঘাঁটিটির পতনের পর জান্তা ওই এলাকার নতুন নাম দেয় কাইন রাজ্য। জান্তার মিত্র সশস্ত্র গোষ্ঠী ডেমোক্রেটিক কাইন বৌদ্ধ সংস্থাকে ওই এলাকার দায়িত্ব দেয় জান্তা। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০২১ সালে সর্বশেষ সেনা অভ্যুত্থানের পর জান্তা সরকারের সঙ্গে বারবার সংঘর্ষে জড়িয়েছে কেএনইউয়ের যোদ্ধারা। কেএনইউ জান্তার সঙ্গে লড়াইরত অন্য বিদ্রোহী গোষ্ঠীগুলোকে আশ্রয় ও প্রশিক্ষণও দিয়েছে। সূত্র : এএফপি</span></span></span></span></p>