<p>কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অবৈধভাবে মাদকের লেনদেনের সময় মিয়ানমারের মুদ্রা কিয়াটসহ এক মাদককারবারিকে আটক করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আটক ব্যক্তির কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের ১ লাখ ৬০ হাজার কিয়াট  ও ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।</p> <p>শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ২নং ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।</p> <p>আটক মাদক পাচারকারীর নাম শেফায়েত উল্লাহ (৩০)। তিনি ওই ক্যাম্পের মৃত গোলাম হোসেনের ছেলে। ১৪ এপিবিএন-এর অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমিন (অতিরিক্ত ডিআইজি) বিষয়টি নিশ্চিত করেছেন।</p> <p>তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের মুদ্রায় মাদক ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নগদ এক লাখ ৬০ হাজার মিয়ানমারের মুদ্রা ও ৫৫০ পিস ইয়াবাসহ এক কারবারিকে আটক করতে সক্ষম হয়।</p> <p>তিনি দীর্ঘদিন ধরে উক্ত মুদ্রা ব্যবহার করে মাদক ব্যবসা করত বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন।<br /> আটক রোহিঙ্গা মাদককারবারির বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।</p>