<p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/12 December/17-12-2024/2/kalerkantho-sp-1a.jpg" height="129" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/12 December/17-12-2024/2/kalerkantho-sp-1a.jpg" style="float:left" width="250" />অনায়াসে জয়ের রাস্তা থেকে এক পর্যায়ে ম্যাচটা বাংলাদেশের মুঠো গলে বেরিয়েই যাচ্ছিল। সফরকারীদের জয়ের মাঝে দেয়াল হয়ে দাঁড়িয়ে ছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল। তবে শেষ ওভারে হাসান মাহমুদের দুর্দান্ত বোলিং হারের শঙ্কা ছাপিয়ে মনে রাখার মতো এক জয় এনে দিয়েছে বাংলাদেশকে।</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হাসানের নৈপুণ্যর আগে মেহেদী হাসানের ঘূর্ণিতে মূলত এলেমেলো হয়ে গিয়েছিল স্বাগতিকরা। ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৪ ওভারে মাত্র ১৩ রানে চার উইকেট নেন এই অফ স্পিনার। পাওয়েলের বীরত্বে জয়ের পাল্লা ধীরে ধীরে ওয়েস্ট ইন্ডিজের দিকে হেলে পড়লেও মেহেদীর বিশ্বাস ছিল শেষ ওভারে বাংলাদেশকে জয় এনে দিতে পারবেন হাসান। মেহেদীর মুখেই তা শোনা যাক, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হাসান আবারও প্রমাণ করেছে। আমার মনে আছে, আয়ারল্যান্ড সিরিজে ডেথ ওভারে ও আমাদের একটা ম্যাচ জিতিয়েছিল। আমার ওই অনুভূতি আবার চলে আসছিল</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হাসান হয়তো বা পারবে। সে ভেবেছিল কি না জানি না। কিন্তু আমার বিশ্বাস ছিল হাসান এই ম্যাচটা শেষ করতে পারবে। শেষ ওভারে সে অসাধারণ বোলিং করেছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/12 December/17-12-2024/2/kalerkantho-sp-1a.jpg" height="545" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/12 December/17-12-2024/2/kalerkantho-sp-1b.jpg" style="float:right" width="250" />চেমসফোর্ডে গত বছরের মে মাসে তৃতীয় ওয়ানডেতে শেষ ওভারে জয়ের জন্য ১০ রান দরকার ছিল আইরিশদের। হাসান মাত্র ৪ রান দিয়ে নিয়েছিলেন দুই উইকেট। বাংলাদেশ ম্যাচটা জিতেছিল ৫ রানে। গতকালও শেষ ওভারে দলকে ম্যাচ জেতানোর জন্য তার হাতে ছিল ঠিক ১০ রান। এবারও তরুণ পেসার নিলেন দুই উইকেট। রান দিলেন মাত্র দুটি। তাতে বাংলাদেশ ম্যাচ জিতল ৭ রানে। নতুন বলে অবশ্য স্বাগতিকদের ব্যাটিং অর্ডারের মেরুদণ্ড ভেঙে দেন মেহেদী। প্রথম পাঁচ উইকেটের চারটিই তার শিকার। ভালো পরিকল্পনা থাকাতেই সফলতা মিলেছে বলে জানালেন এই অফ স্পিনার, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমি  সব সময় নতুন বলে বোলিং করে থাকি। প্রক্রিয়া অনুসরণ করেই এগোচ্ছিলাম। ওদের ডানহাতি ব্যাটার ছিল, আমার চিন্তা ছিল এই উইকেটে ওরা যেন সহজে শট খেলতে না পারে। কারণ ওরা অনেক শক্তিশালী। পরিকল্পনা করে বোলিং করাতেই সফল হয়েছি, আলহামদুলিল্লাহ।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ব্যাট হাতে ফর্মে না থাকলেও লিটন দাসের অধিনায়কত্বের প্রশংসা শোনা গেল মেহেদীর কণ্ঠে, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সব মিলিয়ে আমাদের যে পরিকল্পনা ছিল, তাতে লিটনের অধিনায়কত্ব অসাধারণ হয়েছে। লিটন নেতৃত্বে অনেক সাহসিকতা দেখিয়েছে। যে সময় যেটা করা দরকার, লিটন সেটা করার চেষ্টা করেছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টি আগামীকাল। সিরিজ জেতার আত্মবিশ্বাসের কথাই শুনিয়েছেন মেহেদী, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টেস্ট সিরিজের শেষটা আমরা ভালোভাবে করেছিলাম। কিন্তু ওয়ানডে সিরিজটা ভালোভাবে শেষ করতে পারিনি। তবে বিজয়ের মাসে টি-টোয়েন্টি সিরিজ আমরা জয় দিয়ে শুরু করতে পেরেছি। আরো দুইটা ম্যাচ আছে। সিরিজ জেতার জন্য যা কিছু করা লাগে, আমরা সবাই তা করতে প্রস্তুত আছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>