<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শ্রীলঙ্কার ভূখণ্ড ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে না দেওয়ার আশ্বাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে। গত সোমবার নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দিশানায়েকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমি ভারতের প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছি, ভারতের নিরাপত্তার জন্য ক্ষতিকর কোনো কাজে আমাদের ভূখণ্ড ব্যবহার হতে দেব না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে জয়ী হয়ে প্রথম দেশ হিসেবে ভারত সফর করেছেন দিশানায়েকে। শ্রীলঙ্কাকে সহায়তা অব্যাহত রাখা এবং অর্থনৈতিক সমস্যা কাটিয়ে উঠতে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ইঙ্গিত দিয়েছেন, শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বিবৃতি দেশটির বন্দরে বিদেশি জাহাজ বিশেষ করে চীনা জাহাজের ছাড়পত্রের ওপর প্রভাব ফেলতে পারে। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, ডিজিটাল অবকাঠামো, জ্বালানি প্রকল্প, তামিল ইস্যু এবং জেলেদের মাছ ধরার অধিকার প্রসঙ্গে আলোচনা হয়েছে। একই সঙ্গে শ্রীলঙ্কাকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ করবে ভারত। সূত্র : দ্য হিন্দু</span></span></span></span></p>