<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কিশোরগঞ্জ সদরের বাসিন্দা দুলাল রবিদাস। গত ২৭ জুলাই বাড়িতে হঠাৎ স্ট্রোকের পর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। কিন্তু রাফিউল আলম নামের এক যুবক বাদী হয়ে স্ট্রোকজনিত মৃত্যুকে ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন মর্মে মামলা করেছেন। মৃতের পরিবারকে না জানিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬৮ জনকে আসামি করে ২৯ নভেম্বর সদর মডেল থানায় মামলাটি করেছেন তিনি। মৃত দুলালের পরিবার থেকে এ মামলার বিষয়ে ২ ডিসেম্বর জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের কাছে লিখিত আবেদন করা হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই মামলার বিষয়ে তারা কিছু জানেন না। একই মামলায় করিমগঞ্জের বাসিন্দা রুবেল নামের একজনেরও অসুস্থতাজনিত মৃত্যুকে হত্যা বলে উল্লেখ করা হয়েছে। রুবেলের বাবা আজাহারুল ইসলামও অস্যৎ উদ্দেশ্য নিয়ে যারা মামলা করেছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ধরনের তিনটি মামলায় বেশ কয়েকজন আসামি একই ব্যক্তি। অভিযোগ পাওয়া গেছে, ৫ আগস্ট-পরবর্তী এ ধরনের তিনটি মামলার বেশ কয়েকজনকে আসামি করার নেপথ্যে রয়েছেন শওকত কবির খোকন নামের এক আইনজীবী। তার বাড়ি করিগমঞ্জের জয়কা ইউনিয়নে, থাকেন সদরে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হাসিনা সরকারের পতনের পর কিশোরগঞ্জের বিভিন্ন থানায় সাজানো মামলায় গ্রামের নিরীহ ও সাধারণ মানুষের নাম ঢুকিয়ে হয়রানি ও মামলা বাণিজ্য হচ্ছে। কখনো গণ অধিকার পরিষদ, কখনো সমন্বয়কদের পরিচয়ে, বিএনপির নাম ভাঙিয়ে টাকা আদায় করার অভিযোগ পাওয়া গেছে। এ জাতীয় কয়েকটি লেনদেনসংক্রান্ত অডিও রেকর্ডিং ও ভিডিও এসেছে এই প্রতিবেদকের কাছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২৯ নভেম্বর সদর থানার মামলার বাদী জেলা শহরের মনিপুরঘাট এলাকার জসিম উদ্দিনের ছেলে রাফিউল আলম (২৫)। রাফিউল কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বেশ কয়েকজন মিলে পরামর্শ করে মামলা করেছি। এখানে ১৩০ জনের নাম দিয়েছিলাম। বাকি ৩৮ জন নিরীহ ও বিএনপির লোকের নাম কিভাবে ঢুকল, সেটা জানি না। এ নিয়ে আমি নিজেই অনেকটা বেকায়দায় আছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span>  </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সূত্র জানায়, অভিযোগ রয়েছে আইনজীবী খোকনের সঙ্গে আশপাশের গ্রামের যাদের বিরোধ রয়েছে, তাদের কয়েকজন এই মামলার আসামি। এ ছাড়া অর্থের বিনিময়েও অনেককে আসামি করেছেন। ৫ আগস্ট পূর্ববর্তী কখনো কখনো আওয়ামী লীগের লোকজন নিয়ে সালিস-দরবারের নামে টাকা আদায় করেছেন। দেশের পটপরিবর্তনের পরে দেশের অস্থিরতার সুযোগে বিএনপির নাম ভাঙিয়ে গ্রামের নিরীহ মানুষের নাম মিথ্যা মামলায় ঢুকিয়ে বিভিন্নভাবে টাকা-পয়সা আদায় করছেন। মামলা থেকে নাম কাটার (বাদ দেওয়া) কথা বলেও টাকা আদায় করা হচ্ছে। এ ছাড়া তার অন্যতম নেশা, নিজ গ্রামের মানুষের একটু ঝামেলাপূর্ণ জমি জোরপূর্বক দখলে নিতে চান। বাধা দিলেই মিথ্যা মামলা ও জেলের ভয় দেখান। তিনি ২৫ বছর যাবৎ নিজ ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করে আসছেন, কিন্তু একবারও পাস করেননি। এদিকে গত ২৭ আগস্ট শওকত কবির খোকনকে শৃঙ্খলা ভঙের দায়ে কিশোরগঞ্জের জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অব্যাহতি প্রদানের সুপারিশ করা হয়েছে।  </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জয়কা ইউনিয়নের চেয়ারম্যান হুয়ায়ূন কবির কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মামলার বাদীকে আমি চিনি না। তবে আমরা পরস্পর শুনতে পাচ্ছি, খোকন নামের ওই আইনজীবী এসব মামলার হোতা।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মামলার আরেক আসামি মো. নয়ন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমার এক ভাইয়ের সঙ্গে খোকনের জমি নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের পক্ষে কাজ করায় মামলায় আমার নাম দিছে। আগেও বিভিন্নভাবে মামলা দিয়ে হয়রানি করছে। এখন আবার বলতেছে কয়েক লাখ টাকা দিলে সব মামলা শেষ কইরা দিব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মো. খায়রুল নামের আরেক আসামি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমি দীর্ঘদিন বিদেশে ছিলাম। দেশে আইসা ব্যবসা দিছি। কিছু টাকা দেখছে, এরই প্রতিহিংসায় খোকন মামলায় নাম দিছে। এখন সে বলতেছে, ৫০ হাজার টাকা দিলে নাম কাইটা দিবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ মামলার বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আসামিদের যে সংখ্যা ১৬৮ জন, বাদী রাফিউল দিয়েছে, সেভাবে মামলা হয়েছে। পুলিশের পক্ষ থেকে কোনো আসামির নাম দেওয়া বা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা যায়, গত ৫ আগস্ট থেকে এখন পর্যন্ত কিশোরগঞ্জে অন্তত ৪২টি রাজনৈতিক মামলা হয়েছে। এসব মামলায় তিন হাজার ৫৫৯ জনের নাম উল্লেখ এবং ১০ হাজারের বেশি লোককে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এর মধ্যে গ্রেপ্তার করা হয়েছে ২৭০ জনকে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অ্যাডভোকেট শওকত কবির খোকন কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এগুলো আমার বিরুদ্ধে অপ্রপচার। মামলায় তাদের নাম কিভাবে আসছে আমি জানি না। যেহেতু আমি সামনের ইউপি নির্বাচনের প্রার্থী এবং আমার সুনাম ভালো। তাই আমার প্রতিপক্ষ আমার নামে এসব জড়িয়ে সুনাম ক্ষুণ্ন করতে এ ধরনের প্রচারণা চালাচ্ছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢালাও মামলা ও ভুয়া আসামিদের  পুলিশ সদর দপ্তরে এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর কালের কণ্ঠকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে যেসব মামলা হয়েছে প্রতিটি মামলার বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে, সঠিক তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার। এই মামলাগুলোর তদন্ত সঠিকভাবে হচ্ছে কি না তা ঊর্ধ্বতন অফিসাররা মনিটরিং করছেন। যদি কোনো মামলায় ইচ্ছাকৃতভাবে কাউকে আসামি করা হয় আইনগতভাবে তার ব্যবস্থা নেওয়া হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>