<p>দেশে চলমান সহিংস পরিস্থিতির কারণে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। এমন অবস্থায় সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ঢাকা ও চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। দুই দিন ধরে এপিসি ও জলকামান নিয়ে শাহবাগে যৌথ বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। জেলার পুলিশ সুপারদের আরো সতর্ক অবস্থায় থাকতে নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সূত্র এসব তথ্য জানিয়েছে।</p> <p>গোয়েন্দা সূত্র বলছে, সামনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো খারাপ হতে পারে। বাড়তে পারে হতাহতের ঘটনা। এ বিষয়ে আরো সতর্ক থাকতে হবে। সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ বিষয়ে অবগত করা হয়েছে।</p> <p>গতকাল মঙ্গলবার বিজিবি জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন ও ইন্টারকন্টিনেন্টাল হোটেল এলাকায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। চট্টগ্রাম মহানগরীতে মোতায়েন করা হয়েছে ছয় প্লাটুন বিজিবি। এর আগে গত সোমবার যাত্রাবাড়ী ও ডেমরা এলাকায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর বলেন, চলমান সাংঘর্ষিক পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি অপরাধীদের নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। জেলার পুলিশ সুপারদের এ বিষয়ে আরো সতর্ক থাকতে বলা হয়েছে। এদিকে গণমাধ্যমসহ সব ধরনের প্রতিষ্ঠানে ‘মব জাস্টিস’ কঠোর হাতে দমন করতে সরকারের প্রতি গতকাল আহবান জানিয়েছে সম্পাদক পরিষদ।</p> <p>শাহবাগে যৌথ বাহিনীর সতর্ক অবস্থান : সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে সমাবেশের ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগ এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। শাহবাগ মোড়ের বিভিন্ন অংশে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। শাহবাগ এলাকায় অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দুটি এপিসি ও একটি জলকামান মোতায়েন করা হয়েছে।</p> <p>সরেজমিনে গিয়ে দেখা যায়, শাহবাগ মোড়ের চারপাশে বিপুলসংখ্যক বিজিবি, পুলিশ ও এপিবিএন সদস্য অবস্থান নিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পাশের সড়কে রাখা হয়েছে একটি জলকামান। জাতীয় জাদুঘরের সামনে এবং শাহবাগ থানাগামী সড়কে দুটি এপিসি (আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার) রাখা হয়েছে।</p> <p>আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সূত্রগুলো বলছে, গত সাত দিনে দেশে অন্তত ২৩টি সাংঘর্ষিক ঘটনা ঘটেছে। এতে শতাধিক মানুষ হতাহত হয়েছে। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরো অবনতি হতে পারে।</p> <p>ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রামের আদালতে উপস্থাপন করা হলে সকাল থেকে ব্যাপক বিক্ষোভ করে তার অনুসারীরা। এ সময় সংঘর্ষে সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবী নিহত হন। এদিকে দুই দিন ধরে রাজধানীতে তিনটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা চলছে। আবারও সংঘর্ষের আশঙ্কায় এসব কলেজ এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।</p>