<p>নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান বিস্ফোরক আইনে এজাহারভুক্ত আসামি মো. এনামুল কবীর খানকে গ্রেপ্তার করেছে কেন্দুয়া থানা পুলিশ।</p> <p>গ্রেপ্তারকৃত মো. এনামুল কবীর খান উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামের সাবেক চেয়ারম্যান মৃত গিয়াস উদ্দিনের ছেলে।</p> <p>রবিবার (১৫ ডিসেম্বর) রাত ১১টায় কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।</p> <p>পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১৫ ডিসেম্বর ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।</p> <p>মামলার এজাহার থেকে জানা যায়, বিগত ২০১৬ সালের ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালনের শোক র‍্যালিটি কেন্দুয়া পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণের সময় কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চবিদ্যালয় সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে পৌঁছালে আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। অতর্কিত এই হামলায় বিএনপির অফিসে ব্যাপক ভাঙচুর ও লুটপাট হয়। এতে প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়। ওই মর্মান্তিক ঘটনার পরও তৎকালীন পরিস্থিতির কারণে আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। তবে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে।</p> <p>এ বছর গত ২০ নভেম্বর গভীর রাতে কেন্দুয়া পৌরসভার বাদে আঠারবাড়ি গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. জামাল উদ্দিন বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলাটি করেন।</p> <p>মামলার এজাহারে আরো বলা হয়, সে সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীকে সন্ত্রাসীরা অশ্লীল ভাষায় গালিগালাজসহ তাকে হত্যার হুমকি দেয়। ওই ঘটনার পর তৎকালীন পরিস্থিতির কারণে আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। তবে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় মামলা করা হয়েছে।</p> <p>কেন্দুয়া থানার পরিদর্শক মিজানুর রহমান বলেন, আসামি মো. এনামুল কবীর খানকে গত ২০ নভেম্বর বাদে আঠারোবাড়ি গ্রামের বিএনপি নেতা জামাল উদ্দিনের করা বিস্ফোরক আইনে করা মামলায় গ্রেপ্তার দেখানো হবে। আসামি এনামুল হককে আইনি প্রক্রিয়া শেষে আজ সকালে আদালতে পাঠানো হবে।</p> <p>তিনি আরো বলেন, পুলিশ পলাতক অন্য আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় রবিবার রাতে ছিলিমপুর বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার অন্য পলাতক আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে।</p>