<p>ভোলার চরফ্যাশন উপজেলায় মালবাহী নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. ইমন (১৬) ও নেছার উদ্দিন (২০) নামের দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা মো. সিয়াম (২০) নামের অন্য এক বন্ধু গুরুতর আহত হয়েছেন।</p> <p>মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের চরফ্যাশন পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাইমুদ্দির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।</p> <p>নিহত মো. ইমন চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়নের মো. কালামের ছেলে এবং নিহত নেছার উদ্দিন বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের ইলিয়াস আহমেদের ছেলে। আহত সিয়াম চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আনছার আলীর ছেলে।</p> <p>স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের পর বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের বন্ধু নেছার উদ্দিনের বাড়ি থেকে তিন বন্ধু মোটরসাইকেলযোগে চরফ্যাশনের উদ্দেশে রওনা দেন। এ সময় চরফ্যাশন পৌরসভার কাইমুদ্দির মোড়ে পৌঁছালে একটি বাসকে অতিক্রম করার সময় অন্য দিক থেকে আসা মালবাহী নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলে থাকা তিন বন্ধু ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিসের কর্মীরা তিন জনকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ইমন ও নেছার উদ্দিনকে মৃত ঘোষণা করেন এবং আহত সিয়ামকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ভোলায় আরো ১৯টি গ্যাসকূপ খনন করা হবে : জ্বালানি উপদেষ্টা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/01/1730457395-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ভোলায় আরো ১৯টি গ্যাসকূপ খনন করা হবে : জ্বালানি উপদেষ্টা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/01/1441542" target="_blank"> </a></div> </div> <p>চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।</p>