<p style="text-align:justify">অন্তর্বর্তী সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন অনেকে। বিশেষ করে, ফেসবুকে ‘উই আর নাহিদ’ হ্যাশট্যাগ দিয়ে নাহিদকে সমর্থন করছেন তারা।</p> <p style="text-align:justify">শুরুতে দু-একটি পোস্ট চোখে পড়লেও বুধবার (১৩ নভেম্বর) বেলা যতই গড়িয়েছে উই আর নাহিদ হ্যাশট্যাগ ততই বেশি দেখা গেছে। এখন প্রশ্ন হলো, হঠাৎই ফেসবুকে উই আর নাহিদ হ্যাশট্যাগের ছড়াছড়ি কেন?</p> <p style="text-align:justify">মূলত গতকাল মঙ্গলবার ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির (এনআইবি) মহাপরিচালক পদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে নিয়োগ দিতে উপদেষ্টা নাহিদ ইসলামের সুপারিশসহ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর মাধ্যমে নাহিদ ইসলামকে বিতর্কিত করার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে।</p> <p style="text-align:justify">এর পরিপ্রেক্ষিতে উপদেষ্টা নাহিদ ইসলাম এক ফেসবুক পোস্টে বলেন, ‘যেকোনো মূল্যে অসত্য প্রচার করে বিতর্কিত করাটা এই সময়ের রাজনীতি।’</p> <p style="text-align:justify">ওই পোস্টে উপদেষ্টা নাহিদ লেখেন, ‘১৫ অক্টোবরের নিয়োগ ২২ অক্টোবরই বাতিল করা হয়েছিল। সুপারিশকৃত গোপন নথির ছবি যারা পেয়ে যায় তাদের কাছে বাতিলকৃত প্রকাশ্য নোটিশটি অজানা থাকার কথা নয়।’</p> <p style="text-align:justify">নাহিদ জানান, মূলত আওয়ামী লীগবিরোধী ও আন্দোলনের পক্ষের একটি গ্রুপ ওই অধ্যাপকের ব্যাপারে সুপারিশ করেছিল। পরবর্তীতে বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা তার একাডেমিক এক্সেলেন্সি দেখে এনআইবি মহাপরিচালক পদে নিয়োগ দেন।</p> <p style="text-align:justify">কিন্তু ওই ব্যক্তির রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড জানার পরে সাথে সাথেই তার নিয়োগ বাতিল করা হয়। এটি গত মাসের ঘটনা, বাতিল করার ঘোষণাটিও সকলে অবগত আছে বলেও জানান নাহিদ ইসলাম।</p> <p style="text-align:justify">এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের দায়িত্ব সেনাবাহিনীর হাতে হস্তান্তরের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার’ বলে স্লোগান দিচ্ছেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে সচিবালয়ের সামনে ছিলেন উপদেষ্টা নাহিদ।</p> <p style="text-align:justify">তবে শিক্ষার্থীরা জানান, এই স্লোগান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন শুরু হওয়ার পর থেকেই দিয়ে আসছিলেন। মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে উদ্দেশ করে এই স্লোগান দেওয়া হয়েছে। নাহিদ ইসলামকে উদ্দেশ করে নয়। </p> <p style="text-align:justify">নাহিদ ইসলামের নামে এসব অপপ্রচারের বিরুদ্ধে সরব হয়েছেন জুলাই-আগস্টে আন্দোলনে তার সহযোদ্ধা ও সমর্থকরা। লাল ব্যাকগ্রাউন্ডের ওপর ইংরেজিতে উই আর নাহিদ লিখে নাহিদ ইসলামের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, বিভিন্ন দলের নেতাকর্মীসহ নেটিজেনরা।</p>