<p>সংসারের হাল ধরতে চার মাস আগে জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পথে ইতালি পাড়ি জমিয়েছিলেন হবিগঞ্জের মিসপাউর রহমান নাঈম (২২)। ইতালি পৌঁছার মাত্র চার মাসের মাথায় নাঈমের মৃত্যুর সংবাদ পেল পরিবার।</p> <p>রবিবার (১০ নভেম্বর) ইতালির স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ট্রাইসেস স্পেসিয়া প্রাদেশিক সড়কে এক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। নাঈমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চাচা মশিউর রহমান।</p> <p>নিহত নাঈম নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের মিল্লিক গ্রামের সাঈদুর মিয়ার দুই ছেলের মধ্যে ছোট ছেলে।</p> <p>ইতালির সংবাদমাধ্যম রাই নিউজ আইটি সূত্রে জানা যায়, উল্লিখিত সময়ে নিহত নাঈম স্কুটারযোগে কাজে যাচ্ছিলেন। ট্রাইসেস স্পেসিয়া প্রাদেশিক সড়কের লুকুগনানো ক্রীড়া মাঠের কাছে পৌঁছামাত্র একটি কারের ধাক্কায় একটি বাইসাইকেল ও স্কুটার আরোহী নাঈমসহ দুই বাংলাদেশি তরুণ ছিটকে পড়েন। মাথায়  আঘাত পেয়ে ঘটনাস্থলেই নাঈম মৃত্যুবরণ করেন। গুরুতর আহত অবস্থায় অপর যুবককে ট্রাই কেস পানিকো হাসপাতালে ভর্তি করা হয়। তাৎক্ষণিক ঘাতক গাড়িচালককে আটক করে তার লাইসেন্স বাতিল করা হয়েছে। ঘাতক চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলেও জানা গেছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ইতালি থেকে আলবেনিয়ায় এবার ৮ বাংলাদেশি-মিসরীয়" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/09/1731162447-22166c445cedd060e68c4c0dcdb545af.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ইতালি থেকে আলবেনিয়ায় এবার ৮ বাংলাদেশি-মিসরীয়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/11/09/1444672" target="_blank"> </a></div> </div> <p>নাঈমের চাচা মশিউর রহমান টিটু বলেন, ‘প্রায় চার মাস আগে নাঈম ভূমধ্যসাগর দিয়ে ইতালিতে যান নাঈম। সেখানে সড়ক দুর্ঘটনায় সে মারা গেছে। সরকারের কাছে আমাদের একটাই দাবি, আমার ভাতিজার লাশ যাতে বাড়িতে এনে দাফন করতে পারি।’</p>