<p>ঢাকার চকবাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। এতে তিনটি কারখানার বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করে সিলগালা করা হয় এবং দুই হাজার ৪৬০ কেজি পলিথিন জব্দ করা হয়। </p> <p>পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে অভিযানে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ অংশ নেয়। পলিথিনবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ঘুরতে গিয়ে প্রাণ গেল দুই বন্ধুর" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/13/1731512454-97b02c88013b3d83b71b2296ffd9aa6f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ঘুরতে গিয়ে প্রাণ গেল দুই বন্ধুর</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/13/1446287" target="_blank"> </a></div> </div> <p>পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বন্য হাতির সুরক্ষায় হাতি ও মানুষের সহাবস্থান নিশ্চিতে সরকার কাজ করছে। এর অংশ হিসেবে চট্টগ্রামের কেইপিজেড এলাকায় হাতি ও মানুষের সহাবস্থান নিশ্চিত করতে পরিকল্পনা করা হচ্ছে। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।</p> <p>বাংলাদেশ সচিবালয়ে বুধবার (১৩ নভেম্বর) আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। এই সভায় চট্টগ্রামের কেইপিজেড ও আশপাশের এলাকায় হাতির সুরক্ষা এবং মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে বিশেষজ্ঞ কমিটির অগ্রগতি পর্যালোচনা করা হয়।</p>