<p>ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এলাকাধীন ৫৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে ‘বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন’ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সব ওয়ার্ডে দৈনন্দিন নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সংস্থার স্বাস্থ্য বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সমন্বয়ে এ চিরুনি অভিযান পরিচালনা করা হয়।</p> <p>ডেঙ্গু মশা নিয়ন্ত্রন, পরিষ্কার-পরিচ্ছন্ন ও জনসচেতনতা উদ্বুদ্ধ করতে চালানো এ অভিযানে মোট ২৭২টি শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ মশকনিধন কার্যক্রমে ৮৭৩ জন মশককর্মী ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ৫৩০ জন পরিচ্ছন্নতাকর্মী অংশ নেন। এ ছাড়া গত বুধবার ২৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানসহ দুই দিনে মোট ৫৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। দুই দিনে মোট দুই হাজার ৭০৯ জন মশককর্মী ও পরিচ্ছন্নতাকর্মী কাজ করেন।</p> <p>অভিযানে প্রতিদিন স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তালিকা অনুযায়ী ডেঙ্গু রোগীর আবাসস্থল ও চারপাশে বিশেষ লার্ভিসাইডিং ও এডাল্টিসাইডিং কার্যক্রমের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা হয়েছে।<br />  <br /> উল্লেখ্য, গত বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো তথ্য অনুযায়ী, সারাদেশে মোট শনাক্তকৃত ডেঙ্গু রোগীর সংখ্যা এক হাজার ২২১ জন। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এলাকাধীন রোগীর সংখ্যা ১৭১ জ। কিন্তু তালিকা অনুযায়ী সরেজমিনে যাচাই-বাছাই শেষে ডিএসসিসির এলাকাধীন ৪০ জন রোগী পাওয়া যায়। অন্য রোগীরা দক্ষিণ সিটির আওতাধীন এলাকার বাইরে থেকে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বর্তমানে ডিএসসিসির আওতাভুক্ত এলাকায় আত্মীয়-স্বজন কিংবা হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছে।</p>