<p>পাবনার ভাঙ্গুড়ায় মিলন হোসেন (৩৫) নামের এক ব্যবসায়ীর গলায় ছুরি ধরে প্রায় ৭ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১২ নভেম্বর) রাত সাড়ে দশটার দিকে পৌরশহরের সারুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।</p> <p>মিলন উপজেলার পাটুলীপাড়া গ্রামের বাসিন্দা ও ভাঙ্গুড়া বাজারের মিলন টেলিকমের স্বত্বাধিকারী। এ ঘটনায় ব্যবসার সম্বল হারিয়ে শোকে অসুস্থ হয়ে পড়েছেন মিলন।</p> <p>স্থানীয় সূত্রে জানা যায়, মিলন প্রায় ১০ বছর ধরে ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড এলাকায় টেলিকমের ব্যবসা করেন। সেখানে বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন ধরনের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক লেনদেন করেন। মঙ্গলবার রাতে প্রতিদিনের মতো সোয়া ১০টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে যাচ্ছিলেন মিলন। পথিমধ্যে সারুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে গামছা দিয়ে মুখ ঢাকা দুই যুবক মিলনের মোটরসাইকেলের গতিরোধ করে।</p> <p>সূত্রটি আরো জানায়, ওই সময় ওই দুই যুবক মিলনের গলায় ছুরি ধরে নগদ সাড়ে তিন লাখ টাকা, বিকাশ অ্যাকাউন্টে ১ লাখ ৬০ হাজার ও নগদ অ্যাকাউন্টে ৪৯ হাজার টাকার সিম, ২টি স্মার্টফোন ও ৮টি বাটন ফোন কেড়ে নিয়ে যায়। তখন মিলনের চিৎকারে আশেপাশের লোক আসার পূর্বেই ছিনতাইকারীরা পালিয়ে যান। ঘটনার বিষয় জানতে পেরে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরচাপায় মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/13/1731511942-a57d013c5599262ebd07f1f618be554a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরচাপায় মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/13/1446285" target="_blank"> </a></div> </div> <p>মিলন হোসেন বলেন, ‘আমি দরিদ্র পরিবারের সন্তান। এই টাকাই ছিল আমার ব্যবসার মূলধন। এটা হারিয়ে আমি এখন নিঃস্ব হয়ে গেলাম। আমাকে সবাই মিলে বাঁচান।’</p> <p>এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ছিনতাইয়ের ঘটনায় ভাঙ্গুড়া থানায় একটি জিডি হয়েছে। ছিনতাইকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশ মাঠে কাজ করছে।</p>