<p>ঝিনাইদহের শৈলকুপায় একটি মেছো বাঘকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) ভোরের দিকে উপজেলার কাঁচেরকোল খন্দকবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।</p> <p>খন্দকবাড়ীয়া গ্রামের কলেজছাত্র মো. আসমাউল জানান, গ্রামের কালু নামের এক কৃষকের গোয়ালে ঢুকে মেছো বাঘটি দুটি ছাগল মেরে ফেলে। সকালে মৃত অবস্থায় দেখার পর তারা বুঝতে পারে মেছো বাঘ ছাগল দুটি মেরে ফেলেছে। পরের দিন রাতে আবার এসে মুরগির ঘরে প্রবেশ করে মেছো বাঘটি। সেসময় বাড়ির লোকজন টের পেয়ে ধাওয়া করলে ঘরের পাশে রাখা একটি জালে আটকা পড়ে বাঘটি। পরে গ্রামবাসী মেছো বাঘটিকে পিটিয়ে হত্যা করে।</p> <p>এ বিষয়ে খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা তন্ময় আচার্য্য কালের কণ্ঠকে বলেন, বন্যপ্রাণী হত্যা না করে স্থানীয় বনবিভাগকে অবগত করতে হবে। জীববৈচিত্র্য রক্ষায় এসব প্রাণীর গুরুত্ব অপরিসীম।</p>