<p style="text-align:justify">ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে এক ভারতীয় নাগরিকসহ ৩৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।</p> <p style="text-align:justify">মঙ্গলবার (১২ নভেম্বর) মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত উপজেলার মাটিলা, বাঘাডাঙ্গা, সামান্তা খোসালপুর ও শ্রীনাথপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।</p> <p style="text-align:justify">আটকদের মধ্যে ১২ জন নারী, ৮ জন শিশু ও ১৬ জন পুরুষ রয়েছেন।</p> <p style="text-align:justify">ঘটনার সত্যতা নিশ্চিত করে ৫৮ বিজিবির অধিনায়ক কর্নেল আজিজুস শহীদ কালের কণ্ঠকে বলেন, ‘সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে বেশ কয়েকজন ব্যক্তি ভারতে অনুপ্রবেশ করছে, এমন খবরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।’</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘অভিযানে এক ভারতীয় নাগরিকসহ ৩৬ জনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মহেশপুর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর হস্তান্তর করা হয়েছে।’</p>