<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিজয় দিবসের ফুল দেওয়াকে কেন্দ্র করে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা বিএনপি ও বহিষ্কৃত সাবেক সাধারণ সম্পাদকের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। উপজেলা বিএনপির পৃথক দুই মামলায় বহিষ্কৃত সাবেক সাধারণ সম্পাদক এ কে এম ফরিদুল হক শাহীন শিকদারসহ ৫৬ জনকে আসামি করা হয়েছে। অন্যদিকে বহিষ্কৃত সাধারণ সম্পাদকের অনুসারীদের একটি মামলায় উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী মুস্তফা ও যুগ্ম আহ্বায়ক মামুন বেপারীসহ ২৫ জন বিএনপির নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। গত সোমবার (১৬ ডিসেম্বর) বাসস্ট্যান্ড স্মৃতিসৌধে বিজয় দিবসের ফুল দিতে গেলে উপজেলা বিএনপি ও বহিষ্কৃত সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের অনুসারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটে। এ সময় বহিষ্কৃত নেতার অনুসারী কামরুজ্জামান মোল্লা প্রতিপক্ষের দ্বারা লাঞ্ছিত হন। ভূরুঙ্গামারী থানার ওসি মুনিরুল ইসলাম জানান, উভয় পক্ষের তিনটি মামলায় ৮১ জনের নামে মামলা করা হয়েছে। সেখানে আরো অজ্ঞাতপরিচয় আসামিও রয়েছেন।</span></span></span></span></span></p>