<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে দুই দল কিশোরের সংঘর্ষে ছুরিকাঘাতে দুজন নিহত হয়েছে। ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিহত দুজনের নাম রায়হান (১৯) ও মাসুদ (১৬)। এ ব্যাপারে নাচোল থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, মল্লিকপুর এলাকায় বিজয় দিবসের অনুষ্ঠানে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ফেরার পথে দুই দল কিশোরের মধ্যে সংঘর্ষ বাধে। তাৎক্ষণিকভাবে এর কারণ জানা যায়নি। এ সময় রায়হান ও মাসুদ ছুরিকাঘাতে গুরুতর আহত হয়। তাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যায়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ওসি জানান, এ ঘটনায় চারজন আহত হয়েছে। তাদের নাম জানা যায়নি। এর মধ্যে একজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য তিনজনকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ গেছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>