<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশের বেসরকারি মেডিক্যাল কলেজের এমবিবিএস কোর্স এবং ডেন্টাল কলেজ বা ডেন্টাল ইউনিটের বিডিএস কোর্সের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি ফি, টিউশন ফি ও ইন্টার্ন ফি নির্ধারণ করে দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এমবিবিএসের ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ১৯ লাখ ৪৪ হাজার টাকা এবং বিডিএসের ভর্তি ফি ১১ লাখ টাকা। এ ছাড়া ইন্টার্ন ফি এক লাখ ৮০ হাজার টাকা এবং টিউশন ফি মাসে ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বেসরকারি মেডিক্যাল কলেজ এবং ডেন্টাল কলেজ বা ডেন্টাল ইউনিটের শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ভর্তি ফি, টিউশন ফি ও ইন্টার্ন ফি আদায়ের পদ্ধতিও নির্ধারণ করে দিয়েছে সরকার।</span></span></span></span></p>