<p style="text-align:justify">সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। তারা সংখ্যালঘু নির্যাতনের সকল ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ প্রদানের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।</p> <p style="text-align:justify">আজ শুক্রবার ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তনে ‘সংখ্যালঘুদের মানবাধিকার রক্ষায় দরকার রাজনৈতিক ঐক্য’ শীর্ষক মতবিনিময় সভায় এ আহ্বান জানান তারা। বাংলাদেশ মাইনরিটিস ওয়াচ ও হিউম্যান রাইটস অ্যালায়েন্স, বাংলাদেশ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি রবীন্দ্র ঘোষ। </p> <p style="text-align:justify">হিউম্যান রাইটস অ্যালায়েন্স, বাংলাদেশের আহ্বায়ক মাহবুব হকের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আরিফুল ইসলাম আদীব, রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ প্রমুখ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কয়লা সংকটে মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/03/1730573651-e1dc1d498ef95bb5a71c8b1f033a4e94.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কয়লা সংকটে মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/03/1442072" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা কেন হয় তা নিয়ে শুধু আলোচনা হয়। কিন্তু এই হামলার কারণে কে লাভবান হচ্ছে এবং কী প্রক্রিয়ায় তা প্রতিরোধ করা যায় তা নিয়ে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ লক্ষ্য করা যায় না। অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে সংখ্যালঘুদের ওপর হামলা প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে।’</p> <p style="text-align:justify">তিনি আরো বলেন, ‘গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে অস্থিরতা সৃষ্টি হয়। সেই অস্থিরতার মধ্যেই সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটে। ঘটনা ও প্রেক্ষাপট বিশ্লেষণ করে দেখা গেছে- এসব হামলাকে সম্পূর্ণভাবে ধর্মীয় বিবেচনায় চিহ্নিত করা কঠিন। রাজনৈতিক কারণেও হামলা হয়েছে। এছাড়া অনেকে জনরোষ ও ব্যক্তিগত আক্রোশের শিকার হয়েছেন। অনেকের ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটেছে। এমন ঘটনা প্রতিরোধে কঠোর পদক্ষেপ নিতে হবে।’</p> <p style="text-align:justify">সংখ্যালঘু নয়, নাগরিক হিসেবে সকলের অধিকার নিশ্চিত করার আহ্বান জানান সাইফুল হক বলেন, ‘গণঅভ্যুত্থানের হাজারো শহীদদের রক্তভেজা পথেই বাংলাদেশকে তার আগামীর পথচলা নিশ্চিত করতে হবে। অভ্যুত্থানের বীর শহীদদের এই রক্তস্রোত স্বাধীন জাতিরাষ্ট্র হিসাবে বাংলাদেশের অযুত সম্ভাবনার রাস্তা খুলে দিয়েছে। সেই সুযোগ কাজে লাগাতে হবে। বাংলাদেশ রাষ্ট্র ও সমাজের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য দূর করে সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।’</p> <p style="text-align:justify">রাজনৈতিক সুবিধা নিতে আওয়ামী লীগ সংখ্যালঘু নির্যাতনের কথা বলছে বলে মন্তব্য করেন জোনায়েদ সাকি বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হচ্ছে, এটা একটি রাজনৈতিক প্রচারণা। এই প্রচারণা করছে আওয়ামী লীগের লোকেরা। ভারতের পত্র-পত্রিকার একটা অংশ করছে। যুক্তরাষ্ট্রকে এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে, এখানে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। এখানে একটা রাজনীতির জায়গা আছে। এই রাজনীতি যদি নতুন সরকারের বিরুদ্ধে করা যায়, তবে এদের দুর্বল করা যাবে। এরমধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতিক সুবিধা হচ্ছে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="তিন ইস্যুতে বিরোধিতার মুখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/08/1731068874-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>তিন ইস্যুতে বিরোধিতার মুখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/11/08/1444292" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">তিনি বলেন, ‘অভ্যুত্থানকে বাঙালি, চাকমা, মারমা সকল জাতি যেন নিজেদের অর্জন মনে করে। সরকারকে আমরা বলবো, সবার অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য। অভ্যুত্থানকে যারা সংখ্যায় কম তারাও নিজের মনে করবে যদি তাদের নিরাপত্তায় সরকার কাজ করে। এ বিষয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’</p>