<p>ইসকনকে (আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ) নিষিদ্ধ করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। শুক্রবার (৮ নভেম্বর) চট্টগ্রামের আন্দরকিল্লা শাহি জামে মসজিদ চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান সংগঠনটির নেতারা।</p> <p>হাজারী গলিতে ওসমান নামের এক ব্যবসায়ীর দোকানে হামলা এবং যৌথ বাহিনীর সদস্যদের ওপর হামলা ও এসিড নিক্ষেপের নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান হেফাজত নেতারা।</p> <p>সমাবেশে তারা বলেন, ইসকন সনাতনীদের কোনো ধর্মীয় সংগঠন নয়। ইসকন বিশ্বের বিভিন্ন দেশে এরই মধ্যে নিষিদ্ধ হয়েছে। তাই বাংলাদেশেও ইসকন নিষিদ্ধ করা হোক। ইসকনকে নিষিদ্ধ না করা হলে হেফাজতের পক্ষ থেকে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। </p> <p>অনুষ্ঠানে তারা আরো বলেন, আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলাম, সেটাকে ধরে রাখা। কোনো কারণে, কোনো উসকানিতে তা যেন বিনষ্ট না হয়। এখানে ষড়যন্ত্র হচ্ছে ভেতর থেকে, বাইর থেকে।</p> <p>হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির ও চট্টগ্রাম  মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম সাহেবের সভাপতিত্বে ও মহানগর হেফাজত নেতা মাওলানা ইকবাল খলিলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন হেফাজতের কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক মাওলানা ফয়সাল তাজ, কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক মাওলানা সায়েম উল্লাহ, কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম কাসেমী প্রমুখ।</p>