<p style="text-align:justify">বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী তমব্রু এলাকায় স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা নাগরিক আহত হয়েছেন।</p> <p style="text-align:justify">শুক্রবার (৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৩৪ ও ৩৫ নম্বর আন্তর্জাতিক পিলারের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।</p> <p style="text-align:justify">স্থানীয়রা জানায়, কৃষি শ্রমিক হিসেবে কাজ করার সময় ভুল করে মিয়ানমার সীমান্তের অংশে ঢুকে পড়েন ওই ব্যক্তি। এরপর দুর্ঘটনাটি ঘটে।</p> <p style="text-align:justify">আহত রোহিঙ্গা নাগরিকের নাম লেদু মিয়া (৫০)। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।</p> <p style="text-align:justify">ইউএনও জানান, আহত ব্যক্তি একজন রোহিঙ্গা নাগরিক। চিকিৎসার জন্য তাকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের মেডিসিন সান ফ্রন্টিয়ার (এমএসএফ) হাসপাতালে পাঠানো হয়েছে।</p>