<p>‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপরাধ প্রমাণিত হলে তাকে শাস্তি পেতে হবে। আইনের যে ধারায় তার অপরাধ প্রমাণিত হবে তাকে সে সাজা দেওয়া হবে।’ এমন মন্তব্য করেছেন দুদক সংস্কার কমিশনের সদস্য ফারজানা শারমিন পুতুল।</p> <p>শুক্রবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ঝিনাইদহ সদরের অচিন্ত্যনগর গ্রামে তাজি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ছাই কারখানার উৎপাদন মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।</p> <p>তিনি বলেন, ‘যারা দুদক অফিসে আগে ছিলেন এবং এখনো আছেন, এই জায়গাটাকে ঠিক করতে না পারলে সিস্টেম ঠিক করা যাবে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এসব নিয়ে অনেক তদন্ত হচ্ছে। এগুলো যেন লোক দেখানো না হয়, সেজন্য আমাদের প্রস্তাবনা অবশ্যই থাকবে।’</p> <p>ফারজানা শারমিন বলেন, ‘দুদকে সমস্যা আছে। দুদকের যারা কর্মকর্তা আছেন তাদের অধিকাংশেরই অভিযোগ থাকে যে যারা ডেপুটেশনের আসেন তারা দুর্নীতিকে সঙ্গে করে নিয়ে আসেন। আমরা ভাবছি দুদককে ঢেলে সাজানোর জন্য এমন প্রস্তাবনা দেব, যেন তার বাস্তবায়ন ঘটে। দুদক সকল ক্ষেত্রে সব কিছুর ঊর্ধ্বে থেকে কাজ করতে পারে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দুদকের মামলায় ৮ বছরের সাজা থেকে খালাস পেলেন বাবর" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/23/1729672769-f80a35f1f67076301243ed492638e067.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দুদকের মামলায় ৮ বছরের সাজা থেকে খালাস পেলেন বাবর</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/10/23/1438263" target="_blank"> </a></div> </div> <p>এ সময় তাজি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ফারহানা শারমিন কাঁকন, ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম, উপদেষ্টা আতাউর রহমান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।</p>