<p>সাভারের আশুলিয়ায় প্রতারণা মামলায় ১০ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি হাজী মো. মজিবুর রহমানকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে আশুলিয়ার জিরানী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছ বলে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ফিরোজ মিয়া।</p> <p>গ্রেপ্তার হাজী মো. মজিবুর রহমান গাজিপুর জেলার সদর থানার কোনাপাড়া মাধবপুর এলাকার রেনু তাজমহল মণ্ডলবাড়ির হাজী মো. রমজান আলীর ছেলে। তিনি এমএস রিয়াল রাতুল ও রিহান স্যানেটারির স্বত্বাধিকারী।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গাজীপুরে বিএনপি নেতার বিরুদ্ধে গরুর হাট দখলচেষ্টার অভিযোগ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/08/1731067896-ea5f885cd9e68a9cddc13693154b9dba.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গাজীপুরে বিএনপি নেতার বিরুদ্ধে গরুর হাট দখলচেষ্টার অভিযোগ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/08/1444287" target="_blank"> </a></div> </div> <p>আশুলিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ফিরোজ মিয়া জানান, গ্রেপ্তার মজিবুর রহমানের বিরুদ্ধে প্রতারণা (এনআই অ্যাক্ট) মামলায় ৩ কোটি ৫০ লাখ টাকা জরিমানাসহ ১০ মাসের সাজার ওয়ারেন্ট ছিল। তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিলেন। শুক্রবার দুপুরে তথ্য-প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আশুলিয়ার জিরানী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।</p>