<p>গাজীপুরের কালিয়াকৈরের মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মোশারফ হোসেন রবিন ও সাধারণ সম্পাদক লুবানের বিরুদ্ধে জামালপুর গরুর হাট দখলের চেষ্টাসহ নৈরাজ্যের অভিযোগ উঠেছে। এসব অভিযোগে শুক্রবার (৮ নভেম্বর) উপজেলার জামালপুর বাজারে বাজার কমিটিসহ এলাকাবাসী বিক্ষোভ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।</p> <p>স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুর চার রাস্তা এলাকার ২৬৬ জন লোক প্রায় ১৯ বছর আগে একটি গরুর হাট বসান। প্রতিবছর ওই হাট থেকে প্রায় ৩৫ লাখ টাকা রাজস্ব আদায় করা হয়। কিন্তু ৫ আগস্ট সরকার পতনের পর ওই গরুর হাটটি দখল করার জন্য মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মোশারফ হোসেন রবিন ও সাধারণ সম্পাদক লুবানের নেতৃত্বে একদল লোক বারবার চেষ্টা করে আসছে। ইতোমধ্যে তারা হাটের হাসিল আদায়কারীদের হাসিল ঘর থেকে সরিয়ে দিয়ে তাদের লোকজন বসিয়ে হাটে হাসিল আদায়ের করছে। এ ছাড়া তারা হাট কমিটির লোকদের নামে মামলা হামলার ভয়ভীতি দেখাচ্ছে।</p> <p>বিএনপির ওই নেতাদের হাত থেকে বাজারটি রক্ষার দাবিতে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী। এ বিষয়ে পরিত্রাণ পেতে গাজীপুর সেনাক্যাম্প, জেলা প্রশাসক, পুলিশ সুপার, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কালিয়াকৈর থানায় একটি অভিযোগ করেন তারা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিএনপিকে নির্বাচনে আনতে না পারা ছিল আ. লীগের বড় রাজনৈতিক ভুল : হাছান মাহমুদ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/04/1730741865-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিএনপিকে নির্বাচনে আনতে না পারা ছিল আ. লীগের বড় রাজনৈতিক ভুল : হাছান মাহমুদ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/11/04/1442833" target="_blank"> </a></div> </div> <p>মানববন্ধন শেষে সভায় বক্তব্য দেন জামালপুর বাজার কমিটির উপদেষ্টা ইব্রাহীম দেওয়ান, বাজার কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরিফ হোসেন, কমিটির কোষাধ্যক্ষ একরামুল কবির রাসেল, বাজার বণিক সমিতি সভাপতি মকবুল দেওয়ান, মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আহসান মিয়া প্রমুখ।</p> <p>অভিযুক্ত মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মোশারফ হোসের রবিন বলেন, ‘মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি আব্দুর রহমানকে নানা অপকর্মের কারণে দল থেকে বহিষ্কার করায় ক্ষুব্ধ হয়ে তিনি পতিত সরকারের দোসরদের সঙ্গে মিলে বিএনপির নেতাকর্মীদের নিয়ে ষড়যন্ত্র করে এসব মিথ্যা রটনা রটাচ্ছেন।’</p>