<p>ঢাকা-মাওয়া মহাসড়কে যাত্রীবাহী বাসের নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা দিলে সুমি আক্তার (৩০) নামের এক যাত্রী ঘটনাস্থলে নিহত হন। শুক্রবার (৮ নভেম্বর ) সকাল ১০টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।</p> <p>নিহত সুমি শরীয়তপুরের নড়িয়া মাঝিকান্দি এলাকার মোহাম্মদ আলী মাতবরের মেয়ে। তিনি শরীয়তপুর থেকে ঢাকায় ফিরছিলেন।</p> <p>প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শরীয়তপুর থেকে ছেড়ে আসা শরীয়তপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাস ইকুরিয়া এলাকায় পৌঁছালে পেছনের চাকা পাংচার হয়ে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ডিভাইডারে ধাক্কা দেয়। এ সময় গাড়িতে সামনের সিটে বসে থাকা সুমি আক্তার মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে নিহত হন। ঘটনার পরপরই স্থানীয় জনতা বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করে। এ সময় বাসে থাকা যাত্রীদের মধ্যে ১০-১২ জন আহত হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে উদ্ধারকারীরা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সড়কে নিভল ট্রাক হেলপারের প্রাণ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/06/1730887370-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সড়কে নিভল ট্রাক হেলপারের প্রাণ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/06/1443453" target="_blank"> </a></div> </div> <p>হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আহতদের স্থানীয়রা উদ্ধার করে রাজধানী বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় বাসের ড্রাইভারকে আসামি করে একটি মামলা করা হয়েছে। ড্রাইভার পলাতক থাকলেও বাসটি জব্দ করা হয়েছে।’</p>