<p style="text-align:justify">গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘এই বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো জায়গা নেই। যারা আওয়ামী লীগের দোসর ছিল, তাদেরও এ দেশে কোনো জায়গা হবে না। প্রশাসন যদি আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা না করতে পারে, তাহলে এ দেশের জনগণই আইন-শৃঙ্খলা হাতে নিতে বাধ্য হবে।’</p> <p style="text-align:justify">শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় রংপুর জিলা স্কুল মাঠে রংপুর বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।</p> <p style="text-align:justify">নুরুল হক নুর বলেন, ছাত্র-জনতার রক্তে ভেজা এই দেশের মাটিতে, রক্তের দাগ এখনো মিশে নাই। আওয়ামী লীগকে পুনর্বাসনের যারা চেষ্টা করবে, ছাত্র-জনতাকে নিয়ে তাদের জবাব দিতে হবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘শেখ হাসিনা রাষ্ট্র কাঠামো ভেঙে চুরমার করে ফেলেছেন’" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/08/1731069739-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘শেখ হাসিনা রাষ্ট্র কাঠামো ভেঙে চুরমার করে ফেলেছেন’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/08/1444295" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">তিনি বলেন, ‘সারা দেশে আওয়ামী লীগের দোসর হিসেবে যারা ফ্যাসিবাদ কায়েম করেছে, তারা রংপুরের মাটিতে গণ অধিকার পরিষদের নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। আজকের এই সমাবেশ থেকে আমরা তার তীব্র নিন্দা জানাই।’</p> <p style="text-align:justify">নুর আরো বলেন, ‘এই পিছিয়ে পড়া রংপুরকে গণ অধিকার পরিষদ এগিয়ে নিতে চায়। স্বাধীনতার ৫৩ বছর পরেও তিস্তা নিয়ে যে যুদ্ধ, এই অঞ্চলের মানুষের যে ভোগান্তি, কোনো সরকার এই অঞ্চলের মানুষের দুঃখ কমাতে পারে নাই।’</p> <p style="text-align:justify">গণ অধিকার পরিষদ এই নেতা বলেন, ‘আগামীতে রাজনৈতিক দলগুলো সংখ্যা আনুপাতিক নির্বাচন, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ এবং চার বছর মেয়াদি সংসদের সংস্কার প্রস্তাব দিচ্ছে গণ অধিকার পরিষদ।’</p> <p style="text-align:justify">পাড়া-মহল্লা এবং গ্রাম-ইউনিয়নে গণ অধিকার পরিষদের হাত শক্ত করতে হবে। আগামী জাতীয়, স্থানীয়, উপজেলা, পৌরসভা এবং সিটি করপোরেশন নির্বাচনে গণ অধিকার পরিষদের প্রতিনিধিরা বিজয়ী হতে পারেন। সুতরাং জনগণের  কাছে যাবেন, জনগণকে নিয়ে কাজ করবেন।</p> <p style="text-align:justify">গণ অধিকার পরিষদ রংপুর জেলা ও মহানগর কমিটির আয়োজনে দলটির সাধারণ মোহাম্মদ রাশেদ খানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।</p>