<p style="text-align:justify">ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় নিহতদের ৭০ শতাংশই নারী ও শিশু বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন। শুক্রবার (৮ নভেম্বর) সংস্থাটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর রয়টার্স।</p> <p style="text-align:justify">যুদ্ধের প্রথম ছয় মাসে নিহত ৩৪ হাজার ৫০০ জনের বেশি মানুষের মধ্যে ৮ হাজার ১১৯ জনকে যাচাই করে প্রতিবেদনটি প্রকাশ করেছে সংস্থাটি।</p> <p style="text-align:justify">তাদের প্রতিবেদনে বলা হয়, প্রতিবেদনের আওতাভুক্তদের ৭ হাজার ৬০৭ জন আবাসিক ভবনে নিহত হয়েছেন। তাদের মধ্যে ৪৪ শতাংশ শিশু, ২৬ শতাংশ নারী ও ৩০ শতাংশ পুরুষ।</p> <p style="text-align:justify">প্রতিবেদনের তথ্যমতে, সবচেয়ে কম বয়সী ভুক্তভোগী ছিলেন এক দিন বয়সী একটি ছেলে। আর সবচেয়ে বৃদ্ধ ছিলেন ৯৭ বছর বয়সী এক নারী।</p> <p style="text-align:justify">জাতিসংঘ বলছে, আন্তর্জাতিক মানবিক আইনের মৌলিক নীতির নিয়মতান্ত্রিক লঙ্ঘনের ইঙ্গিত দিচ্ছে এই প্রতিবেদন।</p> <p style="text-align:justify">ইসরায়েলকে আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে চলার আহ্বান জানিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের প্রধান ভলকার তুর্ক বলেছেন, ‘যুদ্ধের নিয়মকে অবজ্ঞা করছে ইসরায়েল।’</p> <p style="text-align:justify">ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধে অন্তত ৪৩ হাজার ৪৬৯ জন ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ২ হাজার ৫৬১ জন আহত হয়েছেন।</p>