<p>সাভারের আশুলিয়ায় বিদ্যুতের মিটার চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ নভেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক।</p> <p>গ্রেপ্তারকৃতরা হলেন ঢাকা জেলার ধামরাই উপজেলার আইঙ্গন গ্রামের ইউসুফ আলীর ছেলে মো. আফজাল হোসেন (২৮) ও একই এলাকার মৃত হায়দার আলীর ছেলে মো. জসিম (২২)।</p> <p>পুলিশ জানায়, চোরচক্রের সদস্যরা বিদ্যুতের মিটার চুরি করে চিরকুটে মোবাইল নম্বর লিখে রেখে যেত। এরপর গ্রাহক চিরকুটের নম্বরে চোরের সঙ্গে যোগাযোগ করলে চাঁদা দাবি করত। পরে বিকাশের মাধ্যমে চাহিদা অনুযায়ী চাঁদা পরিশোধ করলেই চুরি করা মিটার ফেরত দেওয়া হয়। দীর্ঘদিন ধরে এই ঘটনা ঘটলেও সম্প্রতি এই চক্র মিটার চুরিতে বেপরোয়া হয়ে ওঠে। অভিনব এই চক্রের সদস্যরা বিদ্যুতের সেন্টার মিটার, সাব স্টেশন মিটারসহ বাণিজ্যিক মিটার রাতের আঁধারে চুরি করে নিয়ে যায়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাভারে নিখোঁজ ভ্যানচালকের গলিত মরদেহ উদ্ধার, আটক ২" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/05/1730794262-a992f07d19721dbf74df68c1ed4e7c56.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাভারে নিখোঁজ ভ্যানচালকের গলিত মরদেহ উদ্ধার, আটক ২</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/05/1442998" target="_blank"> </a></div> </div> <p>আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) অলোক কুমার দে বলেন, ‘বিদ্যুতের মিটার চুরির ঘটনায় অভিযোগ পাওয়ার পর অনুসন্ধান শুরু করি। পরে টাকা লেনদেনের বিকাশ নম্বরের সূত্র ধরে চক্রের দুই সদস্য গ্রেপ্তার করা হয়েছে। তারা অনেক দিন ধরে মিটার চুরির সঙ্গে জড়িত।’</p> <p>আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, মিটার চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মিটার চুরি করে চিরকুটে লেখা বিকাশ নম্বরে চাহিদামতো টাকা পাঠালে চুরি হওয়া বিদ্যুতের মিটার বাড়ির আশপাশে রেখে যেতেন তারা।</p>