<p style="text-align:justify">ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই উপজেলার শানিচোঁতে রাস্তার দুই পাশের জঙ্গল কেটে পরিষ্কার করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল থেকে লালমাই উপজেলা ছাত্রদল নেতা আরিফুর রহমানের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা পরিষ্কার কর্মসূচিতে অংশ নেন।</p> <p style="text-align:justify">উপজেলা ছাত্রদল নেতা মো. আরিফুর রহমান বলেন, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের শানিচোঁ ও কাঁছিকাটা এলাকায় গভীর রাতে বহুবার ডাকাতি হয়েছে। ডাকাতরা সড়কের দুই পাশের জঙ্গলে লুকিয়ে থেকে গাড়িতে ঢিল মারে। গাড়ি থামলেই অস্ত্রের মুখে যাত্রীদের নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নেয়। পুলিশের গাড়ি দেখলে ছিনতাইকারী ও ডাকাতরা জঙ্গলে লুকিয়ে যায়।</p> <p style="text-align:justify">তিনি বলেন, গাড়ির যাত্রী, চালক ও পথচারীদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা ছাত্রদলের নেতাকর্মীরা পেরুল উত্তর ইউনিয়নের শানিচোঁ বাজার থেকে কাঁছিকাটা পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকার জঙ্গল পরিষ্কার করেছি। কাঁছিকাটা থেকে জগতপুর ও হরিশ্চর পর্যন্ত বাকি দেড় কিলোমিটার সড়কের জঙ্গলও আমরা পরিষ্কার করে দিবো। </p> <p style="text-align:justify">যুবদল নেতা জসিম উদ্দিন ভাইয়ের দিকনির্দেশনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা শাহাদাত হোসেন শুভ, জাফর ইকবাল শুভ, যুবদলকর্মী জুয়েল, দেলোয়ার প্রমুখ। </p> <p style="text-align:justify">লালমাই থানার সেকেন্ড অফিসার আশরাফুল ইসলাম বলেন, গত কয়েকমাসে মহাসড়কের বাগমারা টু হরিশ্চর অংশে একাধিক ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে। ২টি ঘটনায় থানায় মামলা হয়েছে। বিশেষ অভিযান পরিচালনা করে আমরা তিনজন ডাকাত ও চারজন চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। সড়কের দুই পাশের জঙ্গল নিয়মিত পরিষ্কার রাখতে পারলে ডাকাতি-ছিনতাইয়ের ঘটনা কমে আসবে। জঙ্গল পরিষ্কারের কর্মসূচি গ্রহণ করায় স্থানীয় ছাত্রদল নেতাদের বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।</p> <p style="text-align:justify">লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম বলেন, কিছুদিন ধরে এই সড়কটিতে ডাকাতদের উৎপাত বেড়ে গেছে। পুলিশের উপস্থিতি টের পেলে ডাকাতরা সড়কের পাশের জঙ্গলে লুকিয়ে থাকে। শুনেছি স্থানীয় ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা এক কিলোমিটার এলাকায় জঙ্গল পরিষ্কার করেছে।</p> <p style="text-align:justify"> </p>