<p>ত্বক, চুল, চোখের পাশাপাশি দাঁতেরও যত্ন নেওয়া উচিত। দাঁতও সৌন্দর্যের একটি অংশ। সাদা ধবধবে শক্তপোক্ত দাঁত পেতে চান সবাই। কিন্তু কিছু বিষয় মেনে চলতে চান না তারা। যার ফলে দাঁত নষ্ট হয়ে যায় অকালেই। চলুন, দেখে নেওয়া যাক কোন কোন খাবার দাঁতকে নষ্ট করে দেয়।</p> <p>দাঁতে পোকা, ক্ষয়ে যাওয়া, ব্যথা, দাঁত দুর্বল হয়ে যাওয়া খুবই সাধারণ সমস্যা। ঘরে ঘরেই আজকাল এ সমস্যাগুলো হয়ে থাকে। তবে সমস্যা সাধারণ হলেও ভোগান্তি কিন্তু অনেক। তাই বাড়ির খুদে সদস্য হোক বা বড় জন, দাঁত ভালো রাখতে মেনে চলতে হবে এই টিপস। এড়িয়ে যেতে হবে বেশ কিছু খাবার। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দাঁতের হলদে দাগ দূর করবেন যেভাবে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/08/25/1724582882-fefacd820a895bb9613b5a3837fdfec3.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দাঁতের হলদে দাগ দূর করবেন যেভাবে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/08/25/1418598" target="_blank"> </a></div> </div> <p><strong>লজেন্স </strong></p> <p>ক্যারামেল, লেবু লেন্স, টফিসহ সব ধরনের লজেন্স খাওয়া বন্ধ করতে হবে। এই সব লজেন্স দাঁতে আটকে যায়, যা ব্রাশ করলেও পুরোপুরি যায় না। পরে ধীরে ধীরে ব্যাকটেরিয়া তৈরি করে এবং দাঁতে পোকা হয়। তাই লজেন্স এড়িয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। </p> <p><strong>ওয়েফার্স</strong></p> <p>বাচ্চা হোক বা বড় অনেকেই মিষ্টির ইচ্ছে পূরণ করতে ওয়েফার্স জাতীয় ড্রাই স্ন্যাক্সের দিকে হাত বাড়ান। যা আপাত দৃষ্টিতে হালকা মিষ্টির খাবার মনে হলেও আদতে তাতে দাঁতের ক্ষতি হয়। এসব খাবারে খুব বেশি পরিমাণ মার জাতীয় উপাদান থাকে, যা দাঁতে থাকা ব্যাকটেরিয়ার খাবার জোগায়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়লে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/02/17/1708144451-fd1d5cc2d1699c40afa91e9254f5b71c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়লে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/02/17/1364372" target="_blank"> </a></div> </div> <p><strong>ফ্রুট জ্যুস বা প্যাকেটজাত ড্রিংকস </strong></p> <p>এই লিস্টে এই পানীয়টি দেখে অনেকেই চমকে যেতে পারেন। কারণ সাধারণত এসব খাবারকে স্বাস্থ্যকর খাবার হিসেবে চেনেন সবাই। কিন্তু ফ্রুট জ্যুস বা প্যাকেটজাত স্পোর্টস ড্রিংকস এড়িয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। </p> <p>এসব পানীয়তে প্রচুর পরিমাণে চিনি থাকে, সঙ্গে থাকে এসিডও। যার ফলে নষ্ট হয় এনামেল। </p> <p><strong>দাঁতের যত্ন নেবেন যেভাবে</strong></p> <p>চিকিৎসকদের পরামর্শ, ফ্লুরাইড রয়েছে এমন টুথপেস্ট দিয়ে দিনে দুইবার ব্রাশ করতে হবে। দাঁতের মাঝে ঢুকে থাকা খাবারের টুকরা বের করে ডেন্টাল ফ্লসের ব্যবহার হবে। এসিড রয়েছে এমন পানীয় ও মিষ্টি পানীয় এড়িয়ে যাওয়া ভালো। এ ছাড়া যদি কখনো কোনো মিষ্টি পানীয় বা কোল্ড ড্রিংকসের মতো কিছু খাওয়া হয়ে যায়, তাহলে তখনই মুখের ভেতর জল দিয়ে দাঁত ধুয়ে ফেলতে হবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="যেসব ব্যায়ামে কমবে হার্ট অ্যাটাকের ঝুঁকি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/23/1727091691-073f0e59821972fbba5e6cf04ac89942.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>যেসব ব্যায়ামে কমবে হার্ট অ্যাটাকের ঝুঁকি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/09/23/1428182" target="_blank"> </a></div> </div> <p>দাঁতের সমস্যাকে আর পাঁচটা সমস্যার মতোই গুরুত্ব দিতে হবে। ফলে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।</p> <p>সূত্র : দ্য ওয়াল</p>