<p>অনেকেই করলা পছন্দ করেন না। নাম শুনলেই মুখ বেঁকিয়ে ফেলেন। তেতো স্বাদের এই সবজি খুব কম লোকজন পছন্দ করেন। কিন্তু আমরা অনেকেই জানি না, করলা কেন তিতা হয়। চলুন, জেনে নিই।</p> <p>লতাপাতাযুক্ত উদ্ভিদ করলা তরতরিয়ে বেড়ে ওঠে। সবজিটি স্বাদে তেতো হলেও জনপ্রিয়তা কিন্তু খুব একটা কম নয়। গরম ভাতে একটু করলার চচ্চড়ি বা করলা ভাজা খেতে অনেকেরই ভালো লাগে। এই সবজির খাদ্যগুণও অনেক।</p> <p><strong>করলার পুষ্টিগুণ</strong></p> <p>করলা ডায়াবেটিক রোগীদের জন্যে তো বটেই, পেটের অসুখে ঘন ঘন ভোগা রোগীদের জন্যও বেশ উপকারী। এটি পাকস্থলীতে পাচক রসের নিঃসরণ সক্রিয় করে এবং হজমশক্তি উন্নত করে। গ্যাসসহ পেটের বিভিন্ন সাময়িক সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শীতে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখবে যে ফল" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/15/1734256785-2c40b99afa32c12b8d8cc4597114417f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শীতে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখবে যে ফল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/12/15/1457744" target="_blank"> </a></div> </div> <p>করলা পুষ্টিগুণে সমৃদ্ধ বলে বিবেচিত। এটি প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ফাইবার, ভিটামিন এ, বি১, বি২, সি, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেশিয়াম, ফসফরাস, জিংক ও পটাশিয়ামের মতো পুষ্টিতে সমৃদ্ধ। এটি পেটের কৃমি ও পেটে জমে থাকা অপ্রয়োজনীয় উপাদান দূর করতে সহায়ক। এটি রক্তকে বিশুদ্ধ করে, ওজন কমাতে সাহায্য করে, দুর্বলতা দূর করে এবং হাড় মজবুত করে।</p> <p><strong>করলার উৎপত্তি</strong></p> <p>এশিয়া মহাদেশে খাদ্য হিসেবে করলা ব্যাপক প্রচলন রয়েছে। শুনলে আশ্চর্য হবেন যে করলা আসলে এই মহাদেশের সবজি নয়। এটি প্রথম আবিষ্কৃত হয়েছিল আফ্রিকায়। সেখান থেকেই এই সবজি এশিয়ায় আসে। আফ্রিকায় গ্রীষ্মের মৌসুমে কুঙ্গ শিকারিদের প্রধান খাদ্য ছিল এই সবজি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মুলা খেলে কি আসলেই গ্যাসের সমস্যা হয়?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/16/1734347157-664287c04babe6885bfdc82873059942.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মুলা খেলে কি আসলেই গ্যাসের সমস্যা হয়?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/12/16/1458108" target="_blank"> </a></div> </div> <p><strong>করলা তিতা হয় কেন</strong></p> <p>করলায় একটি বিশেষ ধরনের জৈব রাসায়নিক যৌগ থাকে। এই বিশেষ ধরনের গ্লাইকোসাইডের নাম মোমরডিসিন। এই মোমরডিসিন নামক উপাদানের জন্য করলার তিতা হয়। কিন্তু এই তেতো স্বাদের উপাদানটির জন্যই করলার এত স্বাস্থ্যগত উপকারিতা।</p> <p>সূত্র : নিউজ ১৮</p>