<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মহান বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্তব্য জীবিত মুক্তিযোদ্ধাদের আহত করবে বলে মনে করছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমি মনে করি, মুক্তিযোদ্ধারা আহত হবেন। এটি আমাদের যুদ্ধ; আমাদের প্রাণহানি হয়েছে, আমাদের মা-বোনদের সম্ভ্রমহানি হয়েছে এবং ৯ মাস আমাদের দেশ একটা বড় ধরনের রক্তপাতের মধ্যে ছিল।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> গতকাল মঙ্গলবার বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটের তৃতীয় ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন।  এম সাখাওয়াত হোসেন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের যারা নিহত হয়েছেন, প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানাই। যাঁরা বেঁচে আছেন, আমি মনে করি তাঁরা আহত হবেন। কারণ আমাদের যুদ্ধ আমরা শুরু করেছিলাম, আমরা শেষ করেছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতের সহযোগিতা নিয়ে সন্দেহ নেই জানিয়ে উপদেষ্টা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুদ্ধে ভারতের সাহায্য-সহযোগিতা অবশ্যই ছিল, সন্দেহ নেই। আমরাও সেটা স্মরণ করি, বন্ধু রাষ্ট্র হিসেবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>