<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, মহান বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রীর স্ট্যাটাস নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিক্রিয়া জানাবে। গতকাল মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকরা পররাষ্ট্র উপদেষ্টার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি এই মন্তব্য করেন। তিনি জানান, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর তরফে বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশকে শুভেচ্ছা জানানো হয়েছে। ১৯৭১ সালে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতের ঐতিহাসিক বিজয়</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> হয়েছে দাবি করে গত সোমবার বাংলাদেশের বিজয় দিবসের দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে<strong> </strong>কনফেডারেশন অন ইন্টার‌্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়ার (সিকা) সদস্য দেশগুলোর মধ্যে আরো সহযোগিতার আহবান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। গতকাল আজারবাইজানের বাকুতে সিকার মন্ত্রী পর্যায়ের সপ্তম সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ আহবান জানান।  তিনি বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় অর্থপূর্ণ উপায় খুঁজে বের করা এবং এশীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সম্মিলিত নিরাপত্তা বজায় রাখতে সংহতির ভিত্তিতে সংলাপের আহবান জানান। </span></span></span></span></span></p>