<p>চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দাফন শেষে ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমকে ট্রাকচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয়েছে।</p> <p>গতকাল বুধবার রাত পৌনে ১১টায় শাহবাগ মোড় থেকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে আসে।  ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে তারা প্রায় ১০ মিনিট ধরে ‘আমরা কী চাই, আমরা কী চাই, আজাদী, আজাদী; মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ; ইস্কন তুই জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী; আমার ভাই আহত কেন, প্রশাসন জবাই চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।</p> <p>এরপর নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, ‘যাকে কেন্দ্র করে এই ষড়যন্ত্র করা হচ্ছে, সেই চিন্ময়কে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আজ আমাদের ভাইদের যারা আক্রমণ করেছে, নির্যাতন করেছে, তাদের বিরুদ্ধে, দিল্লির এই ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের আপামর জনতাকে জেগে ওঠার আহ্বান জানাচ্ছি। গত ১৫ বছর আওয়ামী ফ্যাসিবাদের আমলে হিন্দু সম্প্রদায় ও সংখ্যালঘু গুম ও নির্যাতনের ঘটনা ঘটছে, আমরা এসবে জড়িত আওয়ামী ফ্যাসিবাদীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’</p> <p>রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রোকেয়া হল-ভিসি চত্বর হয়ে আবারও রাজু ভাস্কর্যের সামনে গিয়ে সমাবেশ শেষ হয়।</p> <p>গতকাল সন্ধ্যায় চট্টগ্রামের লোহাগাড়ায় হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহরে থাকা একটি গাড়িতে মালবাহী ট্রাক ধাক্কা দেয়। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চুনতি হাজি রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।</p> <p>পুলিশ জানান, হাসনাত-সারজিস যে পাজেরো গাড়িতে ছিলেন, তার পেছনের প্রাইভেট কারটিতেই ট্রাক ধাক্কা দেয়। ওই প্রাইভেট কারে হাসনাত-সারজিসের কয়েকজন সফরসঙ্গী ছিলেন।</p> <p> </p>