<p>চাঁপাইনবাবগঞ্জে বাস শ্রমিক নিয়ে গঠিত জেলা মোটর শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের সঙ্গে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিকদের মারামারি ও দ্বন্দ্বের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে বিভিন্ন আভ্যন্তরীণ ও আঞ্চলিক রুটে চাঁপাইনবাবগঞ্জে টানা চতুর্থ দিন বন্ধের পর বুধবার (২৭ নভেম্বর) পুনরায় বাস চলাচল শুরু হয়েছে।</p> <p>জেলা বাস মালিক গ্রুপ সভাপতি আমিনুল ইসলাম সেন্টু বলেন, মূলত শ্রমিকদের দুটি পক্ষের দ্বন্দ্বে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এখন প্রশাসন, বাস মালিক ও  শ্রমিকদের মধ্যে সফল আলোচনায় বুধবার সকাল থেকে আবারও চলাচল শুরু হয়েছে। এটি অব্যাহত থাকবে বলে আশা করা যায়। শ্রমিকদের সঙ্গে মালিকদেরও কোনো বিরোধ এখন আর নেই বলেও জানান তিনি। </p> <p>জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতি সাইদুর রহমান বলেন, প্রশাসনের আশ্বাসে বুধবার থেকে তাদের সংগঠনে থাকা বাস শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তবে প্রশাসন ও মালিকদের কাছে শ্রমিকদের কিছু চাওয়া আছে। যা নিয়ে পরে উদ্যোগ নেওয়া হবে। এখন থেকে বাস যথারীতি চলাচল করবে।</p>