<p>ভাওয়াল গড়ে বনভূমি উদ্ধার অভিযানে জবরদখলকারীদের অব্যাহত হামলায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে  ভাওয়াল গড় বাঁচাও আন্দোলন। একই সঙ্গে সাবেক আইজি বেনজীরের আংশিক মালিকানাধীন গাজীপুর রিসোর্টে অভিযান না চালানোয় ক্ষোভ প্রকাশ করেছে সংগঠনটি।</p> <p>আজ বুধবার (২৭ নভেম্বর) ২৫ বছর ধরে রাজপথে থাকা ভাওয়ালের বনভূমি রক্ষায় একমাত্র সামাজিক সংগঠন ভাওয়াল গড় বাঁচাও আন্দোলন এই বিবৃতি দেয়। সংগঠনটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খন্দকার হাছিবুর রহমান ও মহাসচিব রিপন আনসারী এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিএনপির কাছে গণতন্ত্র ও বাকস্বাধীনতা নিরাপদ : তারেক রহমান" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/27/1732687320-a992f07d19721dbf74df68c1ed4e7c56.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিএনপির কাছে গণতন্ত্র ও বাকস্বাধীনতা নিরাপদ : তারেক রহমান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/27/1451179" target="_blank"> </a></div> </div> <p>বিবৃতিতে বলা হয়, ভাওয়াল গড় বাঁচাও আন্দোলনের রাজপথে পালিত কর্মসূচিতে করা দাবির প্রেক্ষিতে সরকার জবরদখল হওয়া বনভূমি উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান পরিচালনাকে স্বাগত জানাই। তবে অভিযান চলাকালে উদ্ধার দলের ওপর একাধিকবার হামলা ও একাধিক সরকারী কর্মকর্তা-কর্মচারী আহত হওয়ার ঘটনা নিন্দনীয় ও প্রতিবাদ্য বিষয়। এই ধরনের ঘটনায় কঠোর আইনি পদক্ষেপ নেওয়া জরুরী।</p> <p>বিবৃতিতে আরো বলা হয়, বেশ কিছুদিন ধরে গাজীপুরে জবরদখল হওয়া বনভূমি উদ্ধার অভিযান চলছে। অথচ গণমাধ্যমে ফলাওভাবে প্রচারিত সাবেক আইজি বেনজীরের আংশিক মালিকানাধীন গাজীপুর রিসোর্টে জবরদখল হওয়া বনভূমি উদ্ধারে কোনো পদক্ষেপ নেই। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এই সংগঠন অনতি বিলম্বে বেনজীরসহ জবরদখল করা সব ভূমি দস্যুদের কবর থেকে বনভূমি উদ্ধারের দাবি জানানো হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="স্বামী-স্ত্রীকে বেঁধে মারধর, স্বর্ণালংকার ও টাকা লুট" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/27/1732683561-d82319912041449cd31bdb7e7569d171.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>স্বামী-স্ত্রীকে বেঁধে মারধর, স্বর্ণালংকার ও টাকা লুট</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/27/1451167" target="_blank"> </a></div> </div> <p>আওয়ামী লীগ সরকারের আমলেই সাবেক আইজি বেনজীরের জবরদখল বিষয়ে কালের কণ্ঠসহ ইস্টওয়েস্ট মিডিয়ার সব প্রতিষ্ঠান সাহসিকতার সাথে ফলাও করে একাধিক সংবাদ প্রকাশ করে। ওই সময়ে হাসিনা সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে ভাওয়াল গড় বাঁচাও আন্দোলন রাজপথ বেনজীরের জবরদখল করা বনভূমি উদ্ধার করে তার গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছে।</p>