<p>চট্টগ্রাম আদালতের ক্লার্ক অ্যাসোসিয়েশনের অফিসের (মুন্সি সমিতি) নথিপত্র আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে আদালতের প্রবেশমুখে ভূমি অধিগ্রহণ শাখার বিপরীতদিকে সমিতির অফিসের সামনে এই ঘটনা ঘটে।</p> <p>মঙ্গলবার চট্টগ্রাম আদালত চত্বরে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে বহনকারী প্রিজনভ্যান আটকে তাঁর ভক্ত অনুসারীদের বিক্ষোভের সময় তাদের সহযোগিতা করার অভিযোগে আদালতের ক্লার্ক অ্যাসোসিয়েশনের অফিসের নথিপত্রে আইনজীবীদের একাংশ আগুন দেওয়ার অভিযোগ ওঠেছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মার্কিন দূতাবাসে খালেদা জিয়া" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/27/1732698828-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মার্কিন দূতাবাসে খালেদা জিয়া</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/11/27/1451215" target="_blank"> </a></div> </div> <p> <br /> চট্টগ্রাম আদালত ক্লাক অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, আদালত চত্বরে জানাজার পর ২/৩ শ’জন গিয়ে আমাদের সমিতির অফিস থেকে নথিপত্রসহ বিভিন্ন জিনিসপত্র বাহিরে এনে জ্বালিয়ে দিয়েছে। সমিতির কার্যালয় ছাড়া আর কিছুই নেই। সবকিছু জ্বালিয়ে দিয়েছে। সেখানে আমাদের টাকা-পয়সা ছিল।   </p> <p>চট্টগ্রাম আদালতের মুন্সি সমিতির সাধারণ সম্পাদক রিপন কান্তি নাথ সাংবাদিকদের বলেন, আমাদের নথি, ব্যাংকের স্টেটমেন্ট, ডিপিএসের কাগজপত্র, সমিতির সদস্যদের হিসাবের বই আলমিরা ভেঙে বের করে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমাদের সমিতিতে গতকাল কোনো বহিরাগত প্রবেশ করেনি। আমাদের সংগঠনে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে।</p> <p>নাম প্রকাশ না করে বিক্ষুব্ধ আইনজীবীদের অভিযোগ, মঙ্গলবার চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর ইসকন সদস্যরা তাঁকে বহনকারী প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ করেন। এ সময় মুন্সি সমিতির সদস্যরা নিজেদের পোশাক এবং খাবার পানি বিক্ষোভকারীদের সরবরাহ করেছেন। এ ছাড়া তারা উস্কানিমূলক বিভিন্ন পোস্টও দিয়েছেন ফেসবুকে। মুন্সির পোশাক পরে ইসকনকে সহায়তা করা হয়েছে। তাঁরা আইনজীবীদের অংশ। তারাতো এটা করতে পারে না। সাধারণ আইনজীবীরা এই নিয়ে ক্ষুব্ধ।</p>