<p>মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক আওয়ামী লীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে। আজ বুধবার (২৭ নভেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে মঙ্গলবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে পৃথক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। </p> <p>গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ষাটহাল গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে বড়লেখা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুল মালিক জুনু এবং সৎপুর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বেনজীরের রিসোর্টে অভিযান না চালানোয় ক্ষোভ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/27/1732695250-0331f1beab22fb6d25616fda3a99b07b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বেনজীরের রিসোর্টে অভিযান না চালানোয় ক্ষোভ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/27/1451201" target="_blank"> </a></div> </div> <p>পুলিশ জানায়, আব্দুল মালিক জুনু পৌর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম তাফাদারের করা মামলার সন্ধিগ্ধ আসামি। অন্যদিকে দেলোয়ার হোসেন সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।</p> <p>বড়লেখা থানার ওসি মো. আবদুল কাইয়ূম আজ বুধবার আওয়ামী লীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’</p>