<p>সাতক্ষীরার তালায় ছেলের মারধরে গুরুতর আহত মা ছবিজান বেগম (৮০) মৃত্যুবরণ করেছেন। বুধবার (২৭ নভেম্বর) ভোর রাতে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তিনি উপজেলার জালালপুর ইউনিয়নের দোহার গ্রামের মৃত্য আলীমুদ্দি খাঁর স্ত্রী। </p> <p>এ ঘটনায় পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।</p> <p>নিহতের ছেলে মো. বিল্লাল খাঁ জানান, তাদের ভিটাবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন মেঝ ভাই কাশেম আলী খাঁর (৪৫) সঙ্গে বিরোধ চলছিল তার। বাড়ির বের হওয়ার পথ ভাই কাসেম বেড়া দিয়ে ঘিরে রেখেছে। প্রায় ৭ মাস ধরে চলাচলের পথে বাঁধা দিচ্ছেন তিনি। স্থানীয় জনপ্রতিনিধিরা কয়েকবার সালিশ বৈঠক করেও মীমাংসা করতে পারেননি। তিনি কারো কথা মানতে চান না। গত ১১ নভেম্বর দুপুরে বাড়ি থেকে বের হওয়ার সময় তাকে মারধর শুরু করেন তিনি। এ সময় তাকে বাঁচাতে মা ছবিজান বেগম এগিয়ে আসলে কাশেম ও তার স্ত্রী রোজিনা বেগম মাকেও ব্যাপক মারধর করে আহত করেন।</p> <p>এ সময় তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে তাদের সহযোগিতায় মাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মায়ের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার কর্মরত চিকিৎসকরা সঠিক চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেন। অর্থাভাবে ঢাকায় না নিয়ে বাড়িতে নিয়ে যান। বুধবার ভোররাতে তার মৃত্যু হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/07/1730951064-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/07/1443768" target="_blank"> </a></div> </div> <p>নিহতের ছেলে আরো জানান, মারামারির ঘটনায় তালা থানায় তিনি বাদী হয়ে তার ভাই কাশেম আলী খাঁ, তার স্ত্রী রোজিনা বেগম ও মুকুল কে আসামি করে মামলা দায়ের করেন। তবে তাদের কাউকে এখনো গ্রেপ্তার হয়নি।</p> <p>এ বিষয়ে অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।</p> <p>এ ঘটনায় তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমান জানান, এ ঘটনায় একটি মামলার প্রেক্ষিতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।</p>