<p>গাজীপুরের কালীগঞ্জে লাউ চুরির অভিযোগে বিল্লাল হোসেন বিলু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফালানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১।  দীর্ঘ ২৮ বছর পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকালে তাকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করেছে র‍্যাব।</p> <p>গ্রেপ্তার ফালান বাহাদুরসাদী এলাকার মৃত তালেব আলীর ছেলে। ১৯৯৫ সাল থেকে তিনি পলাতক ছিলেন।</p> <p>নিহত শ্রমিক নেতা বিল্লাল হোসেন বিলু ঈশ্বরপুর গ্রামের সৈয়দ আলী ওরফে কিতাবের ছেলে। এর আগে একই মামলায় দীর্ঘ ২৭ বছর পলাতক থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি আব্দুল আজিজকে ২০২২ সালের ১৬ আগস্ট গ্রেপ্তার করেছিল র‍্যাব-১।</p> <p>জানা গেছে, শ্রমিক নেতা বিল্লাল হোসেন বিলুর গৃহকর্মী জাকারিয়া লাউ চুরি করে, এমন অভিযোগে আসামি ফালানসহ অন্যদের সঙ্গে তর্ক হয় বিল্লাল হোসেন বিলুর। ১৯৯৫ সালে ৭ ডিসেম্বর আসামি রুস্তম এ বিষয়ে কথা বলার জন্য বিলুকে বাড়ি থেকে ডেকে ঈশ্বরপুর বাজারে নেন। পরে লাউ চুরিসংক্রান্ত তর্কের জেরে আসামি ফালান তার হাতে থাকা কুড়াল দিয়ে বিল্লালের মাথায় আঘাত করেন। এতে রক্তাক্ত হয়ে বিল্লাল ঈশ্বরপুর বাজারের দক্ষিণ দিকে রাস্তায় উঠলে আরো কয়েকজন তাকে ধরে কুপিয়ে পাশের ফসলি জমিতে ফেলে দেন। এ সময় আসামি আব্দুল আজিজ তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে বিল্লালকে গলা কেটে তার মৃত্যু নিশ্চিত করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গাজীপুর মহানগর ছাত্রলীগের সহসভাপতি জগলুল গ্রেপ্তার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/25/1732516624-3348af54a80d8d01dec353390836bd97.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গাজীপুর মহানগর ছাত্রলীগের সহসভাপতি জগলুল গ্রেপ্তার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/25/1450419" target="_blank"> </a></div> </div> <p>এ ঘটনায় ওইদিন রাতে (৭ ডিসেম্বর) নিহতের ছোট ভাই মো. জালাল উদ্দিন বাদী হয়ে ঘটনায় জড়িত আসামিসহ ফালান, কাদির, ছাদির, কালাম, বাজিত, আজিজ, ওসমান, ছামাদ, হুমায়ুন ও রুস্তম আলীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর আসামি ফালান আত্মগোপনে চলে যান।</p> <p>মামলার তদন্ত শেষে ১৯৯৭ সালে ১৩ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরে দীর্ঘ শুনানির পর ২০১৮ সালের ২৩ এপ্রিল গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক ফজলে এলাহী ভূইয়া পলাতক আসামি ফালানসহ ১৩ জনকে ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অপরাধে মৃত্যুদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সাত আসামি আদালতে উপস্থিত ছিলেন। অন্যরা পলাতক ছিলেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="২৭ বছর পর সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/02/1730569390-45c1feacdc1403dcce7ac2e9f8a53315.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>২৭ বছর পর সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/02/1441969" target="_blank"> </a></div> </div> <p>কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন কালের কণ্ঠকে জানান,  শ্রমিক নেতা বিল্লাল হোসেন বিলু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফালানকে দীর্ঘ ২৮ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার তাকে থানায় হস্তান্তর করেছে তারা।</p>