<p>স্থানীয়দের তোপের মুখে মাদারীপুরের শিবচরে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেসের (ইসকন) তিন নেতা অফিস ছেড়েছেন। এসময় থানা পুলিশ তাদের নিরাপত্তা দিয়েছে। </p> <p>বুধবার (২৭ নভেম্বর) দুপুরে শিবচর পৌর বাজারের যাদুয়ার চর রোডে ইসকন অফিসে এ ঘটনা ঘটে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে কুয়েটে বিক্ষোভ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/27/1732711309-b6eb76439364f214a8c05c2ea316cab1.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে কুয়েটে বিক্ষোভ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/27/1451281" target="_blank"> </a></div> </div> <p> </p> <p>স্থানীয়দের অভিযোগ, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে ইসকনের সদস্যরা জড়িত।</p> <p>এই অভিযোগে ইসকন অফিসে যান স্থানীয়রা। এসময় তারা বিক্ষোভ করেন। পরে পুলিশ এসে অফিস থেকে তিন ইসকন নেতাকে নিরাপত্তা দিয়ে বের করে নিয়ে যায়।</p> <p>ইসকনের শিবচর শাখার দায়িত্বপ্রাপ্ত সদস্য কানাই দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  ‘পরিস্থিতি বিবেচনায় আমরা মন্দির ও অফিস থেকে তিন জন সদস্য সবকক্ষে তালা দিয়ে বের হয়ে আসি।’</p> <p>উপপরিদর্শক (এসআই) গুলজার হোসেন বলেন, ইসকনের সদস্যরা ওখানে ছিলেন। বিরাজমান অবস্থা নিয়ে ওখানে উত্তেজনা বিরাজ করছিল। পরে পুলিশি নিরাপত্তায় তাদের নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আইনজীবী সাইফুল হত্যায় জড়িতের অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বহিষ্কার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/27/1732708912-59fd18ffe4916ecfb54a961a1b125491.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আইনজীবী সাইফুল হত্যায় জড়িতের অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বহিষ্কার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/27/1451266" target="_blank"> </a></div> </div> <p>তবে বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলেও জানিয়েছেন তিনি।</p>