<p>চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ নামের একজন আইনজীবীকে হত্যার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ করেছে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা ও ইসলামী ছাত্রশিবির। ঘটনার দিন মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করার পাশাপাশি বুধবার বিকেলে নগরীর প্রাণকেন্দ্র ডাকবাংলা থেকে মিছিল নিয়ে শিববাড়ি মোড়ে সমাবেশের মধ্যদিয়ে কর্মসূচি শেষ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরী শাখা।</p> <p>বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, এদেশ থেকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধ করে যেমন শেখ হাসিনা টিকতে পারেননি তেমনি দিল্লীতে বসে নতুন করে যে ‘ইসকন’ ষড়যন্ত্র শুরু করেছেন সেটিও বাস্তবায়ন হবে না<br /> ইনশাআল্লাহ। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="লিভারপুলের বিপক্ষে সব কিছু নিংড়ে দিতে প্রস্তুত এমবাপ্পে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/27/1732709645-3653e221b004ad3b79eec35b66e944c6.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>লিভারপুলের বিপক্ষে সব কিছু নিংড়ে দিতে প্রস্তুত এমবাপ্পে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/11/27/1451270" target="_blank"> </a></div> </div> <p>বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় ইতিহাসের বর্বরোচিত গণহত্যার বিচার দ্রুত না করা হলে ইসলামী ছাত্রশিবিরই এ হত্যার বিচার করবে।</p> <p>‘জুলাই গণহত্যার বিচারের দাবিতে’ জাতীয় ছাত্র সংহতি সপ্তাহের অংশ হিসেবে গতকাল এ বিক্ষোভ কর্মসূচি পালন করে ছাত্রশিবির।</p> <p>শিবিরের কেন্দ্রীয় কার্যকরি পরিষদের সদস্য ও খুলনা মহানগরী সভাপতি আরাফাত হোসেন মিলনের সভাপতিত্বে এবং মহানগরী সেক্রেটারি এস এম নূরুল্লাহ’র পরিচালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের<br /> কেন্দ্রীয় ছাত্রকল্যাণ ও ফাউন্ডেশন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক মো. আমিরুল ইসলাম, কেন্দ্রীয় সাবেক তথ্য সম্পাদক মহানগরীর সাবেক সভাপতি আজিজুল ইসলাম ফারাজী<br /> ও কেন্দ্রীয় সাবেক স্কুল কার্যক্রম সম্পাদক মহানগরীর সাবেক সভাপতি মোশাররফ হোসেন আনসারী, খুলনা উত্তর জেলা সভাপতি হাফেজ বেলাল হোসাইন রিয়াদ, দক্ষিণ জেলা সভাপতি আবু জর গিফারী, বাগেরহাট জেলা সভাপতি সাঈফ<br /> হাসান, সেক্রেটারি মোশেদুল ইসলাম, উত্তরের সেক্রেটারি ইউসুফ ফকির এবং দক্ষিণের সেক্রেটারি মো. ওয়ায়েজকুরুনী। </p> <p>অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বেলাল হোসেন, তারেক রহমান, হাবিবুল্লাহ রাজু, তৈয়েবুর রহমান, ই¯্রাফিল হোসেন, সাঈদুর রহমান, ইমরানুল হক, আসিফ বিল্লাহ, সোলায়মান আবিদ, আবুল হাসান, মারুফ বিল্লাহ, খায়রুল বাশার, হযরত আলী, মিলন হোসেন রাজ, ইমরান খান, মুহতারাম বিল্লাহ, মো. মহিবুল্লাহ, আব্দুর রশিদ, শিবলুর রহমান, কামরুল হাসান, আল আমিন, সেলিম হোসেন, মিরাজুল ইসলাম, আল আমিন, নাঈমুল ইসলাম, লিমন হোসেন জিহাদ প্রমুখ।</p> <p>বক্তারা আরো বলেন, ‘আওয়ামী লীগ আমাদের হিন্দু সম্প্রদায়কে কাজে লাগিয়ে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। চট্টগ্রামে প্রকাশ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে ইসকনের সদস্যরা কুপিয়ে হত্যা করেছে। তারা<br /> হিন্দুদেরকে কোন ষড়যন্ত্রে পা না দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহবান জানান।</p> <p>অপরদিকে, চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে মঙ্গলবার রাতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সহস্রাধিক শিক্ষার্থী কুয়েট ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল করে। মিছিলটি স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে ফুলবাড়িগেট মোড় যায়। সেখানে কিছুক্ষণ অবস্থান করে আবার একই স্থানে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়।</p>