<p>ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশ হারলেও ব্যকিগত পারফরম্যান্সের ফল পেয়েছেন তাসকিন আহমেদ ও জাকের আলি অনিক। ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট অর্জন করেছেন বাংলাদেশি পেসার তাসকিন। অন্যদিকে বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষে ফিরেছেন জাসপ্রিত বুমরাহ।</p> <p>১৬ টেস্টের ছোট্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তাসকিন। সবমিলিয়ে অ্যান্টিগা টেস্টে নিয়েছেন  ৮ উইকেট। ক্যারিয়ার সেরা ৬৪ রানে ৬ উইকেট নিয়ে ১৬ ধাপ এগিয়েছেন ২৯ বছর বয়সী পেসার। আইসিসির সাপ্তাহিক হালনাগাদে বোলারদের র‌্যাংকিংয়ে তার অবস্থান এখন ৫১ নম্বরে। ৩৮৩ এখন তার ক্যারিয়ার সেরা রেটিং। বাংলাদেশের মধ্যে শীর্ষে থাকা তাইজুল ইসলাম ৫ ধাপ পিছিয়ে আছেন ২৩ নম্বরে।</p> <p>অন্যদিকে বোলারদের শীর্ষস্থান নিয়ে মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে। বুমরাহ-রবিচন্দ্রন অশ্বিনরা শীর্ষস্থান নিয়ে লড়াই করছিলেন। তাদের মাঝে সর্বশেষ ঢুকে যান কাগিসো রাবাদা। এবার দুজনকে সরিয়ে আবারও রাজত্ব পুনরুদ্ধার করেছেন ভারতীয় পেসার বুমরাহ। পার্থ টেস্টে নেতৃত্ব দেওয়া পেসার ম্যাচে ৮ উইকেট নিয়ে ২ ধাপ এগিয়েছেন। ক্যারিয়ার সেরা ৮৮৩ রেটিং নিয়ে এখন শীর্ষে তিনি। গত ফেব্রুয়ারিতে ভারতের প্রথম পেসার হিসেবে শীর্ষে উঠছিলেন ৩০ বছর বয়সী পেসার। এতে এক ধাপ করে নিচে নেমে গেছেন দক্ষিণ আফ্রিকার পেসার রাবাদা (৮৭২) ও অস্ট্রেলিয়ার পেসার জস হ্যাজলউড (৮৬০)।</p> <p>ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে ৮৪ রান (৫৩ ও ৩১) করা জাকের ২৪ ধাপ এগিয়েছেন। ব্যাটারদের র‌্যাংকিংয়ে তার অবস্থান ৮৩ তম। বাংলাদেশের হয়ে যৌথভাবে শীর্ষে আছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। চোটের কারণে ছিটকে যাওয়া উইকেটরক্ষক মুশফিককে ধরে ফেলেছেন লিটন। দুই ইনিংসে ৪০ ও ২২ রান করে এক ধাপ এগিয়ে ৩২তম স্থানে। অন্যদিকে আগে থেকেই এই নম্বর অবস্থান করছেন মুশফিক। এক ধাপ করে এগিয়ে ৪৭ নম্বরে মমিনুল হক এবং ৬৭তম স্থানে মেহেদী হাসান মিরাজ আছেন।</p> <p>অন্যদিকে পার্থ টেস্টে দুর্দান্ত ১৬২ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে দুই ধাপ এগিয়ে ২ নম্বরে উঠেছেন যশস্বী জয়সোয়াল। এতে করে ক্যারিয়ার সের ৮২৫ পয়েন্ট অর্জন করেছেন তিনি। ৯০৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন ইংল্যান্ডের ব্যাটার জো রুট। আর ওয়ানডে সিরিজে দুর্দান্ত সেঞ্চুরি করে ব্যাটারদের শীর্ষ ১০০ নম্বরে জায়গা পেয়েছেন সাইম আইয়ুব। ৯০ নম্বরে পাকিস্তানের ওপেনার। না খেলেও বোলিংয়ে শীর্ষে ফিরেছেন রশিদ খান। পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি ( ২ নম্বরে) জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে বিশ্রামে থাকায় লাভ হয়েছে আফগানিস্তানের লেগস্পিনারের।</p>