<p style="text-align:justify">অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ করে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেছেন, ‘দেশের মানুষ নির্বাচন চায়, সংস্কার করবেন নির্বাচিত জনপ্রতিনিধিরা। সব সংস্কারের দায়িত্ব আপনাদের না। আপনারা নির্বাচন নিয়ে যেটুকু দরকার, সেটুকু সংস্কার করেন। শেখ হাসিনার মতো বিলম্ব করবেন না। যদি সদিচ্ছা থাকে, তাহলে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিন।’</p> <p style="text-align:justify">বুধবার (২৭ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ স্মৃতি সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।</p> <p style="text-align:justify">সেলিম ভূঁইয়া বলেন, ‘শেখ হাসিনার আমলে মানুষকে শোষণ করা হয়েছে। মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। শেখ হাসিনা যদি সেদিন পালিয়ে না যেতেন, তাহলে রাজপথে পাথর নিক্ষেপে মারা পড়তেন। তিনি দেশে থাকলে বুঝতেন মৃত্যু কাকে বলে। মৃত্যু যন্ত্রণা কী, সেটা তিনি বুঝতে পারতেন।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘এই ইসকন জঙ্গি, তারা স্বৈরাচারের সঙ্গী’ হাসনাতের স্লোগান" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/27/1732705728-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘এই ইসকন জঙ্গি, তারা স্বৈরাচারের সঙ্গী’ হাসনাতের স্লোগান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/27/1451252" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">তিনি আরো বলেন, ‘শেখ হাসিনার বাবার শাসনামলে মানুষ ভাতের মার পায়নি। হাড় নিয়ে মানুষ আর কুকুরের টানাটানি দেখেছি, কঙ্কালসার মানুষ মরে রাস্তায় পড়ে থাকতে দেখেছি। শেখ মুজিব ছিল রাজনৈতিক গুণ্ডা। তার ছেলে ব্যাংক লুট করেছে, সেনা কর্মকর্তার স্ত্রী অপহরণ করেছিল। এমন যারা দেখেছে তারা তো আওয়ামী লীগকে ভোট দেওয়ার কথা নয়।’</p> <p style="text-align:justify">সম্মেলনে সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জয়নাল আবেদীন আব্দু। স্বাগত বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়া।</p> <p style="text-align:justify">এ সময় বিএনপির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মুস্তাক মিয়া, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান, সদস্যসচিব সিরাজুল ইসলাম, আখাউড়া পৌর বিএনপির আহ্বায়ক মো. সেলিম ভূঁইয়া, সদস্যসচিব মো. আক্তার খান প্রমুখ উপস্থিত ছিলেন।</p>