<p style="text-align:justify">বাগেরহাটের রামপালের ভাগা এলাকায় স্বেচ্ছায় গরীব কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন বিএনপির নেতাকর্মীরা। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে এ ধান কাটা কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণাবিষয়ক সম্পাদক কৃষিবিদ মো. শামীমুর রহমান শামীম। </p> <p style="text-align:justify">উদ্বোধনকালে তিনি বলেন- বীজ তৈরি, হালচাষ, বীজ রোপণ, সার ও কীটনাশকের ব্যবহারসহ ধানের পরিচর্যায় কৃষকের অনেক টাকা খরচ হয়ে যায়। ধান কেটে ঘরে তুলতেও দিনমজুরের খরচ দিতে হিমশিম খেতে হয় তাদের। তাই বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গরীব কৃষকদের ধান কেটে সেগুলো ঘরে পৌঁছে দিচ্ছেন। এতে হতদরিদ্র কৃষকেরা উপকৃত হবেন। </p> <p style="text-align:justify">তিনি বলেন, রামপাল উপজেলার ১০টি ইউনিয়নের গরীব কৃষকদের মাঠের পাকা ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। </p> <p style="text-align:justify">কৃষিবিদ শামীমুর রহমান শামীম হিন্দুত্ববাদী সংগঠন ইসকন ও তাদের নেতা চিন্ময় ইস্যুতে যাতে কোথাও কেউ আইন নিজের হাতে তুলে না নেন সেজন্য মুসলিম, হিন্দু ও খ্রিষ্টান ধর্মের সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, তারেক রহমানের নির্দেশনা মোতাবেক আমরা ৫ আগস্টের পর থেকে হিন্দু-খ্রিস্টানদের মন্দির-গীর্জাসহ সংখ্যালঘুদের নিরাপত্তা দিয়ে আসছি। সামনের দিনগুলোতেও আমরা তাদের এই নিশ্চয়তা দিতে চাই। আমরা সকল ভেদাভেদ ভুলে দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে একসঙ্গে মিলেমিশে এদেশে থাকতে চাই। আর এটাই হলো বিএনপির আদর্শ।</p>