<p>চীন সফরে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ দেশের কয়েকটি ইসলামী রাজনৈতিক দলের ১৪ জন সদস্য। ১৪ সদস্যের এই দলের নেতৃত্ব দেবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।</p> <p>দেশটির ক্ষমতাসীন দল চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বুধবার (২৭ নভেম্বর) রাতে চীনের উদ্দেশে রওনা দেবেন তারা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চার বছরে ১২শ পর্ব পার করলো যে নাটক" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/27/1732700798-d56b5542f214680dc73021f7bf5e69ce.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চার বছরে ১২শ পর্ব পার করলো যে নাটক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/11/27/1451220" target="_blank"> </a></div> </div> <p>সফরে জামায়াতে ইসলামী, ছাত্রশিবিরের ১০ জন নেতাসহ আরো ৪টি ইসলামি দলের নেতারা রয়েছেন। জামায়াতসহ কোনো ইসলামি দলের নেতাদের চীনের ক্ষমতাসীন দলের আমন্ত্রণে সে দেশে যাওয়ার ঘটনা এই প্রথম।</p> <p>এ সফরে আরো যারা যাচ্ছেন, তারা হলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটি এম মাছু’ম, রফিকুল ইসলাম খান, এহসানুল মাহবুব জোবায়ের ও মোয়াজ্জেম হোসেন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল ও মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিমউদ্দিন, সংগ্রাম পত্রিকার প্রধান প্রতিবেদক শামসুল আরেফিন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের (একাংশ) আমির মাওলানা আবু জাফর কাসেমী, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইজহার ও হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী।</p> <p>প্রতিনিধিদলটি আগামী ৫ ডিসেম্বর দেশে ফিরবে বলে জানা গেছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চট্টগ্রাম আদালতের ক্লার্ক অফিসে আগুন দেওয়ার অভিযোগ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/27/1732699361-ca9f37242ad396e175bc768d9dea1b08.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চট্টগ্রাম আদালতের ক্লার্ক অফিসে আগুন দেওয়ার অভিযোগ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/27/1451218" target="_blank"> </a></div> </div> <p>প্রসঙ্গত, সম্প্রতি চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সে দেশ সফর করে বিএনপির একটি প্রতিনিধিদল। দলের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদলটি ১৬ নভেম্বর দেশে ফিরেছে।</p>