<p>ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপি সূত্র জানিয়েছে, ভিসার জন্য ফিঙ্গার প্রিন্ট দিতে দূতাবাসে গেছেন তিনি। এ সময় বেগম খালেদা জিয়া যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।</p> <p>বুধবার দুপুর ২টা ২০ মিনিটে তিনি তার বাসভবন থেকে রওয়ানা দেন। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসউদ্দিন দিদার।</p> <p>খালেদা জিয়ার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং তার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য এজেডএম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক মামুন আছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ইসকন নিষিদ্ধের আবেদন, যে নির্দেশনা দিলেন হাইকোর্ট" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/27/1732695442-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ইসকন নিষিদ্ধের আবেদন, যে নির্দেশনা দিলেন হাইকোর্ট</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/11/27/1451203" target="_blank"> </a></div> </div> <p>সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসার জন্য ডিসেম্বরে যুক্তরাজ্য ও তারপর যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে।</p>