<p>ফ্যাসিবাদী সরকারের পতনের পর বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার লক্ষ্য নিয়ে ক্রমাগত ষড়যন্ত্র করে আসছে দেশি-বিদেশি একাধিক চক্র। নিজেদের হীন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে এরা বাংলাদেশের সার্বভৌমত্ব ও শান্তি বিনষ্ট করতে চায়।</p> <p>গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন ৮১ জন লেখক-শিল্পী।</p> <p>বিবৃতিতে বলা হয়, ‘গণমাধ্যম থেকে আমরা জানতে পারি, ২৫ অক্টোবর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মহাসমাবেশ ঘিরে চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ের জিরো পয়েন্ট স্তম্ভে ও জাতীয় পতাকার ওপর ধর্মীয় গোষ্ঠী ইসকনের গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করা হয়, যা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। এ ঘটনায় রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ইসকন নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে আটক করে বাংলাদেশ সরকার। কিন্তু গতকাল (মঙ্গলবার) যথাযথ সুবিচার নিশ্চিত করার আইনি প্রক্রিয়াকে শ্রদ্ধা না করে এই চক্রের সদস্যরা চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে হাজির হয়ে উচ্ছৃঙ্খলা সৃষ্টি করে। এক পর্যায় সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। এসব ঘটনা দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর গভীর ষড়যন্ত্রের অংশ বলে প্রতীয়মান হচ্ছে।’ বিবৃতিতে আরো বলা হয়, ‘দেশি-বিদেশি সব ষড়যন্ত্র রুখে দিতে বাংলাদেশের সব জনগণকে সচেতন ও সজাগ হওয়ার জন্য দৃঢ় আহ্বান করছে বাংলাদেশের জুলাই গণ-অভ্যুত্থানের কলমযোদ্ধাদের জোট বৈষম্যবিরোধী কবি-লেখক-শিল্পী ডায়াস। একই সঙ্গে আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।’</p> <p>বিবৃতিতে স্বাক্ষর করেন কবি আবদুল হাই শিকদার, কবি  কাজল শাহনেওয়াজ, কবি আহমেদ স্বপন মাহমুদ, কবি ও অনুবাদক সাখাওয়াত টিপু, কলামিস্ট ও গবেষক আ-আল মামুন, কবি ও সাংবাদিক ফারুক ওয়াসিফ, কবি ও অনুবাদক এনামূল হক পলাশ, কবি ও গীতিকার লতিফুল ইসলাম শিবলী, কবি আলতাফ শাহনেওয়াজ ও গবেষক ড. খান সুবায়েল বিন রফিক প্রমুখ।</p> <p> </p>