<p>দেশে এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে আরো ৮৮৮ জন। গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নতুন ভর্তি রোগীদের নিয়ে চলতি বছর এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ হাজার ৬০৩ জন। তাদের মধ্যে মারা গেছে ৪৭৫ জন। দেশের ইতিহাসে মৃত্যুর এই সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে ১৬ থেকে ৩০ বছর বয়সীরা। এই বয়সে আক্রান্ত ৩৭ হাজার ৭৭১ জন, যা মোট আক্রান্তের ৪২ শতাংশ। মৃত্যু সবচেয়ে বেশি হচ্ছে ২১ থেকে ৪০ বছর বয়সীদের। এই বয়সে মারা গেছে ১৭০ জন, যা মোট মৃত্যুর ৩৬ শতাংশ।</p> <p> </p>