<p>আজ থেকে ২২৪ বছর আগে ইতালির পদার্থবিদ আলেসান্দ্রো ভোল্টা আধুনিক ইলেকট্রিক ব্যাটারি আবিষ্কার করেন। আর লিড এসিড ব্যাটারির বয়স ১৬৫ বছর। ১৯৫০-এর দশকে নিকেল বা জিংক ব্যাটারি বাজারে আসে। আর ১৯৮০-র দশকে সাড়া জাগায় সোডিয়াম বা সালফারভিত্তিক ব্যাটারি। কিন্তু ১৯৯০-এর দশকে লিথিয়াম-আয়ন ব্যাটারি আবিষ্কৃত হওয়ার পর সনি কম্পানি এটা বিশ্বের আনাচকানাচে ছড়িয়ে দেয়। ২০১০-এর দশকে লি-আয়ন ব্যাটারি ১০ গুণ শক্তি নিয়ে আত্মপ্রকাশ করে। এরই মধ্যে রিচার্জেবল ব্যাটারির দিকে সবার</p> <p>চোখ পড়ে। কিন্তু আগামীতে যে ব্যাটারিটি বিশ্বে হৈচৈ ফেলে দেবে, সেটা হচ্ছে সলিড-স্টেট ব্যাটারি। এটা এমন একটি যন্ত্র, যা রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরের মাধ্যমে একটি কঠিন ইলেকট্রোলাইট ব্যবহার করে লিথিয়াম আয়নকে এক ইলেকট্রোড থেকে অন্য ইলেকট্রোডে নিয়ে যায়। আর সলিড ইলেকট্রোলাইট হলো এমন পদার্থ, সাধারণত যৌগিক যৌগ, যা তুলনামূলকভাবে উচ্চ আয়নিক পরিবাহিতাসহ একটি কঠিন মেট্রিকস নিয়ে গঠিত। বলা চলে, এই ব্যাটারি লিথিয়াম ব্যাটারির ভাত কেড়ে নিতে বাজারে আসছে আগামী বছর। দাবি করা হচ্ছে, এই ব্যাটারি বিদ্যুতের ল্যান্ডস্কেপ বেমালুম পাল্টে দেবে।</p> <p>সলিড-স্টেট ব্যাটারি এয়ার ট্যাক্সিতেও ব্যাপক হারে ব্যবহূত হবে বলে বিজ্ঞানীরা আগাম ধারণা দিয়ে রেখেছেন। এতে যেমন দাহ্য পদার্থের পরিমাণ কম থাকবে, তেমনি এই ব্যাটারি হবে অধিকতর নিরাপদ ও টেকসই। বিজ্ঞানীরা বলছেন, শিল্পের মতো বিদ্যুত্ বা জ্বালানিও জীবন। তারা বলছেন, এই ব্যাটারিতে চার্জ হবে অতি দ্রুত। পাশাপাশি এটা পাওয়ার সেভের ব্যাপারে হবে অতি পারঙ্গম। আগুন লাগার ঝুঁকিও বেজায় রকম কম। যানবাহন, স্মার্টফোনসহ অনেক কিছুতে এই ব্যাটারি ব্যবহার করা যাবে। প্রশ্ন উঠতে পারে, এই ব্যাটারির দাম কেমন হবে? গবেষকরা ধারণা করছেন, বর্তমানের বাজারচলতি ব্যাটারির চেয়ে এতে খরচ কমে যাবে ৯০ শতাংশ। সূত্র : গালফ নিউজ</p>